ETV Bharat / bharat

আয়কর প্রদানে দুই রকম কাঠামো, নজিরবিহীন প্রস্তাব বাজেটে

author img

By

Published : Feb 1, 2020, 7:55 PM IST

nirmala
nirmala

বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, আয়কর দাতারা পুরনো ও নতুন যে কোনও কাঠামো বেছে নিতে পারেন ৷ যাঁরা করছাড়ের সুবিধা নিতে চান, তাঁদের পুরানো পদ্ধতিতে কর দিতে হবে । যাঁরা সেই সুবিধা নিতে চান না, তাঁদের নতুন কাঠামোয় কর দিতে হবে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : এবার বাজেটে দ্বিমুখী কর কাঠামোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ নতুন কর কাঠামোয় করছাড়ের সুবিধাগুলি তুলে নেওয়া হয়েছে । তবে গত অর্থবর্ষের বাজেটে ঘোষিত কর কাঠামো অনুসারে কেউ আয়কর দিলে তিনি করছাড়ের একাধিক সুবিধা পাবেন ৷ নতুন কর কাঠামোর উদ্দেশ্য হল করছাড়ের সুবিধা তুলে দিয়ে কম আয়কর দেওয়ার ব্যবস্থা চালু করা । বাজেট পেশের পর আজ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একথা জানান ।

অর্থমন্ত্রী বলেন, "আয়কর দাতারা কর প্রদানের জন্য পুরনো ও নতুন যে কোনও কাঠামো বেছে নিতে পারেন ৷ যাঁরা করছাড়ের সুবিধা নিতে চান, তাঁদের পুরানো পদ্ধতিতে কর দিতে হবে । যাঁরা সেই সুবিধা নিতে চান না, তাঁদের নতুন কাঠামোয় কর দিতে হবে ৷ "

এবার বাজেটে বাৎসরিক আয়ের উপর করছাড়ের যে একাধিক স্ল্যাব ঘোষণা করা হয়েছে সেগুলি হল :

  • 2.5 - 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 5 শতাংশ কর
  • 5 - 7.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 10 শতাংশ কর (পুরোনো কর কাঠামোয় যা 20 শতাংশ ছিল)
  • 7.5 - 10 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15 শতাংশ কর (পুরোনো কর কাঠামোয় যা 20 শতাংশ ছিল)
  • 10 - 12.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20 শতাংশ কর (পুরোনো কর কাঠামোয় যা 30 শতাংশ ছিল)
  • 12.5 - 15 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর 25 শতাংশ (পুরোনো কর কাঠামোয় যা 30 শতাংশ ছিল)
  • 15 লাখ টাকার উপর আয়ের উপর 30 শতাংশ কর
New Delhi, Jan 30 (ANI): Prime Minister Narendra Modi paid tribute to Mahatma Gandhi at Raj Ghat on his death anniversary on Jan 30. Defence Minister Rajnath Singh paid tribute to 'Father of the Nation'. Vice President Venkaiah Naidu and veteran BJP leader Lal Krishna Advani also paid their tribute. Every year, January 30 is observed as Mahatma Gandhi's Martyrdom Day.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.