ETV Bharat / bharat

টপ নিউজ়@ বিকেল 5 টা

author img

By

Published : Aug 12, 2020, 5:10 PM IST

Graphics
গ্রাফিক্স

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

  1. হাওড়ার COVID হাসপাতালে অব্যবস্থা নিয়ে ভিডিয়ো, অভিযোগ খারিজ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

শ্বাসকষ্টে কাতরাচ্ছেন কোরোনা আক্রান্ত রোগী । ডাক্তারের দেখা নেই । এমনই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করতেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার টি এল জয়সওয়াল কোভিড হাসপাতালে । তড়িঘড়ি হাসপাতালে যান ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

2. ICU-তে বাবা, গতবছরের 8 অগাস্টের কথা মনে পড়ছে প্রণবকন্যার

সংকটজনক অবস্থায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । ভেন্টিলেশনে রয়েছেন । এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷

3. চাপা উত্তেজনা বেঙ্গালুরুতে, বাড়ছে ভারী বুটের আওয়াজ

উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় ৷ সংঘর্ষে এখনও পর্যন্ত তিনজনে মৃত্যুর খবর সামনে এসেছে ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, সংঘর্ষের সময়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন তাঁরা ৷ এদিকে হিংসায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 145 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাটিল ৷

4. অসুস্থ প্রণব মুখোপাধ্যায়, স্যারের আরোগ্য কামনায় প্রার্থনা প্রাক্তন ছাত্রদের

প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার খবরে চিন্তিত তাঁর প্রাক্তন ছাত্ররা । স্যারের সুস্থতা কামনা করে তাঁরা প্রার্থনা করছেন । হাওড়ার বাঁকড়া ইসলামিয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রণব মুখোপাধ্যায়কে এখনও ছাত্ররা ভুলতে পারেননি ।

5. সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে ধুন্ধুমার, নিহত তিন, জখম 60 পুলিশকর্মী

ফেসবুক পোস্ট ঘিরে বেঙ্গালুরুতে পুলকেশিনগরে উত্তেজনা । এলাকায় শান্তি বজায় রাখতে জারি করা হল 144 ধারা ।

6. সেলিম এবং অনাদি সাহুর শারীরিক অবস্থার উন্নতি

সুস্থ হয়ে উঠছেন মহম্মদ সেলিম ও অনাদি সাহু ৷ চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷ তবুও পর্যবেক্ষণে রাখা হবে দুজনকেই ৷

7. পুলওয়ামায় এনকাউন্টারে খতম 1 জঙ্গি, শহিদ জওয়ান

পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি । শহিদ হয়েছেন একজন জওয়ানও । খবর মতোই পুলিশ গ্রামে অভিযান চালায় । আজ সকাল থেকেই তল্লাশি শুরু করে সেখানে ।

8. ''আমি দলের অনুগত সৈনিক,'' রাজস্থানে ফিরেই 'সমঝোতার' সুর পাইলটের গলায়

জয়সলমিরে রাজস্থান কংগ্রেসের বিধায়ক দলের বৈঠক শুরু হয়েছে । সেখানে উপস্থিত রয়েছেন দিল্লি থেকে আসা কংগ্রেসের কয়েকজন নেতাও । মিটিঙের বিষয়বস্তু কী তা জানা যায়নি । তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, সচিন তাঁর পুরোনো পদ ফিরে পাবেন কি না তা এই বৈঠকের পর স্পষ্ট হয়ে যাবে ।

9. ফোর্বসের তালিকায় প্রথম দশে বলিউডের একমাত্র অক্ষয়

ফোর্বসের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার তালিকায় প্রথম দশে একমাত্র বলিউড অভিনেতা অক্ষয় কুমার । তাঁর বার্ষিক আয় 362 কোটি টাকা । জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।

10. IPL: রয়্যালস শিবিরে কোরোনার হানা, আক্রান্ত ফিল্ডিং কোচ

খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টের যারা আমিরশাহী যাবেন তাদের জন্য ফ্র্যাঞ্চাইজ়িটি নিজ উদ্যোগে আরও একবার টেস্ট করিয়েছে ৷ দলের ফিল্ডিং কোচের সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.