অসুস্থ প্রণব মুখোপাধ্যায়, স্যারের আরোগ্য কামনায় প্রার্থনা প্রাক্তন ছাত্রদের

By

Published : Aug 12, 2020, 4:07 PM IST

thumbnail

প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার খবরে চিন্তিত তাঁর প্রাক্তন ছাত্ররা । স্যারের সুস্থতা কামনা করে তাঁরা প্রার্থনা করছেন । হাওড়ার বাঁকড়া ইসলামিয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রণব মুখোপাধ্যায়কে এখনও ছাত্ররা ভুলতে পারেননি । 1957 সালে প্রণববাবু ওই স্কুলে শিক্ষক হিসাবে কাজে যোগ দেন । পড়াতেন বাংলা, ইতিহাস এবং ইংরাজি। তিনি সেখানে প্রায় তিন বছর শিক্ষকতা করেছেন। মধ্য হাওড়ার কদমতলার একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছেন তাঁর এক প্রাক্তন ছাত্র। ওই স্কুলের প্রাক্তন টিচার ইন-চার্জ শেখ গোলাম রসুল জানিয়েছেন, তিনি যখন ক্লাস ফাইভে পড়তেন তখন প্রণববাবু স্কুলে যোগদান করেন । ক্লাসে সুন্দরভাবে বাংলা এবং ইতিহাস পড়াতেন। ছাত্ররা মন্ত্রমুগ্ধের মতো তাঁর পড়ানো শুনতেন। প্রণববাবুর বেতন ছিল মাত্র 220 টাকা । এখনও ওই স্কুলে প্রণববাবুর অ্যাটেনডেন্স রেজিস্টার এবং পে স্লিপের কপি সযত্নে রাখা আছে । ছাত্র-দরদি মাস্টারমশাই একইভাবে ছাত্ররা ভুল করলে তাদের শাসন করতেন । পড়াশোনার পাশাপাশি অন্য বিষয়ে তাঁর আগ্রহ ছিল দেখার মতো । তাই মাস্টারমশাইয়ের শরীর খারাপ হওয়ায় গোটা দেশের মতো তাঁরাও একইভাবে চিন্তিত ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.