ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সঙ্গে পরীক্ষা পে চর্চা, থাকছে 2 হাজার পড়ুয়া

author img

By

Published : Jan 20, 2020, 8:04 AM IST

Parkisha Pe Charcha
ফাইল ছবি

এবারের পরীক্ষা পে চর্চা পরিচালনার দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা । অনুষ্ঠানে থাকবে প্রায় 2000 পড়ুয়া । থাকবেন শিক্ষক ও অভিভাবকরাও ।

দিল্লি, 20 জানুয়ারি : পরীক্ষা পে চর্চা ৷ আজ দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । এই নিয়ে তৃতীয়বার আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান ৷ আজ বেলা 11 টা নাগাদ রাজধানীর তালকাটোরা স্টেডিয়ামে নরেন্দ্র মোদির মুখোমুখি হচ্ছে পড়ুয়ারা ৷

আজকের এই অনুষ্ঠানে নির্বাচিত কিছু স্কুলপড়ুয়ার সঙ্গে আলোচনা করবেন নরেন্দ্র মোদি । কীভাবে পরীক্ষার চাপ থেকে হালকা রাখা যায় নিজেকে, সেই নিয়েই কথা বলবেন তিনি । এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2000 পড়ুয়া অংশগ্রহণ করার কথা ।

  • Prime Minister Narendra Modi to interact with students during ‘Pariksha Pe Charcha 2020’ at Talkatora Stadium in Delhi, today. Around 2000 students from across the country will participate in the programme. (file pic) pic.twitter.com/c7wMrVtNRA

    — ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে এক অণু-রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । এই প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া 1050 জন আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে ৷

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে ভারত সফরে আসতে পারেন ট্রাম্প

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছিল, এবারের অনুষ্ঠানটিকে আরও বেশি পড়ুয়াকেন্দ্রিক করে তোলার জন্য, এক ঘণ্টার এই অনুষ্ঠানের মূল ভূমিকায় রাখা হচ্ছে পড়ুয়াদেরই । অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা ৷

Mumbai, Jan 20 (ANI): Bollywood divas channeled their inner fashionistas at 'Umang 2020' in Mumbai. Actor Sara Ali Khan redefined her simplicity as she wore a white suit for the event. Actor Bhumi Pednekar looked ethereal in a black shimmery outfit. Actor Rakul Preet Singh wore a sequined saree while, her 'De De Pyaar De' co-star Tabu opted for grey saree for the event. 'Dhak-Dhak girl' Madhuri Dixit looked as pretty as always in golden saree. 'Desi Girl' Priyanka Chopra wore navy blue saree and actor Katrina Kaif wore silver net saree for 'Umang 2020'. Actors Tara Sutaria and Kriti Sanon brightened the event in lehengas. Actor Janhvi Kapoor arrived in red saree with father Boney Kapoor.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.