ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

author img

By

Published : Jul 4, 2020, 8:48 PM IST

Atmanirbhar Bharat App Innovation Challenge
ছবি সৌজন্যে ANI

চিনা অ্যাপগুলির বিকল্প দেশীয় অ্যাপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ, মনে করছেন দেশের প্রযুক্তি বিশারদরা ।

দিল্লি, 4 জুলাই : আত্মনির্ভর ভারত গড়ার দিকে আরও এক পদক্ষেপ কেন্দ্রের । "আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ"-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশের টেকিজ় ও স্টার্ট আপ কমিউনিটি বিশ্বমানের দেশীয় অ্যাপ তৈরির সুযোগ দেবে এই অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ । 59টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে বন্ধ করার সিদ্ধান্তের পর এই অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তিবিদদের একাংশ ।

এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ও অটল ইনেভেশন মিশন । এই বিষয়ে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, "টেক ও স্টার্ট-আপ কমিউনিটির মধ্যে বিশ্বমানের দেশীয় অ্যাপ তৈরি করার জন্য প্রচুর আগ্রহ রয়েছে । তাঁদের ধারনাকে জায়গা করে দেওয়ার জন্যই তথ্যপ্রযুক্তি মন্ত্রক ও অটল ইনেভেশন মিশন আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ চালু করছে ।"

পাশাপাশি তিনি আরও লেখেন,"যদি আপনার কাছে এমন কোনও প্রোডাক্ট থাকে বা আপনার মধ্যে এমন কিছু বানানোর ক্ষমতা বা ধারণা থাকে, তবে এই প্রতিযোগীতা আপনার জন্য । আমি আমার টেক কমিউনিটির বন্ধুদের এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য আহ্বান করছি ।"

প্রধানমন্ত্রী তাঁর লিঙ্কডিনের পোস্টে লেখেন, "এখনকার দিনে স্টার্ট আপ ও টেক দুনিয়ায় ঘরোয়া প্রযুক্তিতে তৈরি অ্যাপের দিকে ঝোঁক বাড়ছে । আজ গোটা দেশ আত্মনির্ভর ভারত গড়ার দিকে এগোচ্ছে ।"

একইসঙ্গে তিনি দেশীয় যে খেলাগুলি রয়েছে, সেগুলিকে অ্যাপদুনিয়ায় আরও বেশি করে জনপ্রিয় করার জন্যও আহ্বান জানান ।

প্রসঙ্গত, সম্প্রতি টিকটক-সহ 59 টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে নিষিদ্ধ করেছে কেন্দ্র । এই পরিস্থিতিতে এই চিনা অ্যাপগুলির বিকল্প দেশীয় অ্যাপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ । এমনই মনে করছেন দেশের প্রযুক্তি বিশারদরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.