ETV Bharat / bharat

প্রচারসভায় নীতীশকে লক্ষ্য় করে পেঁয়াজ

author img

By

Published : Nov 3, 2020, 7:51 PM IST

Onions_Thrown_At_Nitish_Kumar's_Rally_In_Bihar
নীতীশ কুমারকে লক্ষ্য় করে পেঁয়াজ বিহারের জনসভায়

বিহারের কর্মসংস্থান নিয়ে মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ভাষণ শুরু করেন, সেই সময়েই তাঁর দিকে পেঁয়াজ ছোড়া হয় ৷ তবে, সেটি তাঁর শরীরে লাগেনি ৷ মুহূর্তের মধ্য়ে নীতীশের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেন ৷

পটনা, 3 নভেম্বর : প্রচারের সময় বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের দিকে উড়ে এল পেঁয়াজ ৷ মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় তাঁকে লক্ষ্য় করে ভিড় থেকে কেউ সেটি ছোড়ে ৷ তবে, সেটি নীতীশ কুমারের শরীরে আঘাত করেনি বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্য়মের তরফে জানানো হয়েছে ৷ আজ তৃতীয় দফার নির্বাচনের প্রচারে বিহারের মধুবনিতে জনসভা করছিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার ৷

জানা গিয়েছে মঞ্চে যখন, বিহারের কর্মসংস্থান নিয়ে মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ভাষণ শুরু করেন, সেই সময়েই তাঁর দিকে পেঁয়াজ ছোড়া হয় ৷ তবে, সেটি তাঁর শরীরে লাগেনি ৷ মুহূর্তের মধ্য়ে নীতীশের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেন ৷ এই ঘটনার পর শান্ত থেকেই নীতীশ কুমার তাঁর ভাষণ থামিয়ে দিয়ে বলেন, তাঁর দিকে যে যাই ছুড়বে তিনি তাই গ্রহণ করবেন ৷ এদিনের সভায় আরজেডি নেতা তথা মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে আক্রমণ করেন নীতীশ কুমার ৷ লালু প্রসাদ যাদবের সময়ের শাসন ব্য়বস্থার কথা মনে করিয়ে তিনি বলেন, একসময় 10 লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়ে 15 বছরের শাসনে আরজেডি কী করেছিল, তা বিহারের যুবকরা জানেন ৷ এরপরই মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার বলেন, 10 লাখের মধ্য়ে মাত্র 95 হাজার চাকরির সংস্থান করেছিল লালুপ্রসাদ যাদবের সরকার ৷ কিন্তু, তাঁর সরকার 5 বছরে 6 লাখ চাকরির ব্য়বস্থা করেছে বলে দাবি করেন নীতীশ কুমার ৷

সব মিলিয়ে বিহারের তৃতীয় ও শেষ দফার নির্বাচনের আগে আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট বিহারের রাজনীতি ৷ আগামী 10 নভেম্বর বিহার নির্বাচনের ফলপ্রকাশ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.