ETV Bharat / bharat

ঘরে নেই চাল , কিং কোবরা মেরে খাওয়ার প্রস্তুতি অরুণাচলের তিন ব্যক্তির

author img

By

Published : Apr 20, 2020, 12:39 PM IST

Representative Image of Snake
ছবিটি প্রতীকী

লকডাউন । ফুরিয়েছে ঘরের চাল । তাই খাবারের জন্য জঙ্গল থেকে কিং কোবরা মেরে নিয়ে এল অরুণাচলের তিন ব্যক্তি ।

ইটানগর(অরুণাচল প্রদেশ), 20 এপ্রিল : লকডাউনের জেরে জুটছে না খাবার । ঘরে এক দানা চাল নেই । তাই জঙ্গলে গেছিল খাবারের খোঁজে । সেখান থেকে খাবারের জন্য বিশাল কিং কোবরাকে মেরে নিয়ে ফেরে অরুণাচল প্রদেশের তিন ব্যক্তি । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । বর্তমানে পলাতক ওই তিন ব্যক্তি ।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গেছে, তিন ব্যক্তি বিশালাকার কিং কোবরাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে । ভিডিয়োয় ওই সাপটিকে মারার কথা স্বীকার করে তারা । শুধু তাই নয়, মৃত কিং কোবরাটিকে কেটে রাখার জন্য কলাপাতা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাও করা হয় ।

ওই ভিডিয়োতেই অভিযুক্তদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, লকডাউনের জন্য ঘরে চাল নেই । তাই তারা জঙ্গলে খাবারের খোঁজে গেছিল । তখনই কিং কোবরাটিকে দেখতে পায়।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ওই তিন ব্যক্তির বিরুদ্ধে বন্যজীবন সংরক্ষণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে । তবে, বর্তমানে অভিযুক্তরা পলাতক । প্রসঙ্গত, কিং কোবরা হত্যা করা জামিন অযোগ্য অপরাধ । অরুণাচল প্রদেশ বিভিন্ন প্রজাতির বিপজ্জনক সাপের ঘর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.