ETV Bharat / bharat

নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস বিক্রি

author img

By

Published : Jul 3, 2020, 8:44 PM IST

BJP সাংসদ মানেকা গান্ধি ও মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে ট্যাগ করে মুখ্য সচিব তেমজেন তয় টুইট বার্তায় জানান, কুকুর আমদানি ও তার মাংস বিক্রির ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যান্ড সরকার ৷

Nagaland decides to ban sale of dog meat
নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস বিক্রি

কোহিমা(নাগাল্যান্ড), 3 জুলাই : উত্তর পূর্বের এই রাজ্যে মুরগি-ছাগলেরমাংস তো বটেই ইঁদুর থেকে কুকুর কিছুই বাদ যায় না ৷ সোশাল মিডিয়ায় কুকুর বিক্রিরএমনই এক ছবি ভাইরাল হয় ৷ আর তাতেই পশুপ্রেমীরা নাগাল্যান্ড সরকারের কাছে কুকুরআমদানি ও তার মাংস বিক্রি বন্ধ করার আবেদন জানায় ৷ তার জেরে নাগাল্যান্ডের মুখ্যসচিব তেমজেন তয় ঘোষণা করেন রাজ্য সরকার কুকুর বিক্রির ব্যবসা ও তার মাংস খেতেনিষিদ্ধ করেছে ৷

BJP সাংসদ মানেকা গান্ধি ও মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে ট্যাগ করে মুখ্যসচিব টুইট বার্তায় জানান, কুকুরের আমদানি ও ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷এমনকী কুকুরের কাঁচা মাংস কিংবা রাঁধা দুটোই নিষিদ্ধ করেছে সরকার ৷ সরকারের এই সিদ্ধান্তেরকারণ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া দিমাপুর বাজারে কুকুর বিক্রি হওয়ার একটি ছবি ৷ ওইছবি ভাইরাল হতেই পশুপ্রেমীদের আন্দোলনের ঝড় ওঠে

  • The State Government has decided to ban commercial import and trading of dogs and dog markets and also the sale of dog meat, both cooked and uncooked. Appreciate the wise decision taken by the State’s Cabinet @Manekagandhibjp @Neiphiu_Rio

    — Temjen Toy (@temjentoy) July 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও কবি প্রীতিশ নন্দী টুইটারফলোয়ারদের কুকুরের মাংস বিক্রির বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে আবেদন করেন ৷ তিনিটুইটারে লেখেন, কুকুরের মাংস বিক্রি বন্ধ হওয়াটা জরুরি ৷ নাগাল্যান্ডের সরকারিওয়েবসাইটে মেইল করে বাজারে, রেস্তোরাঁয় কুকুর বিক্রি ও কুকুর পাচার আটকানোর আর্জি জানাতে হবে ৷যাতে আগামীকাল সরকার এই নিয়ে আলোচনায় বসে ৷ কুকুরের মাংস খাওয়া শুধু অন্যায় নয়, অমানবিকও ৷

  • This is urgent. You can help make history by sending an email tonight to csngl@nic.in saying Nagaland must stop dog markets, dog restaurants and smuggling of dogs into the state. Eating dog meat is inhuman, not just illegal. The issue comes before the cabinet tomorrow. pic.twitter.com/4Bv42EXuYN

    — Pritish Nandy (@PritishNandy) July 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.