ETV Bharat / bharat

বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য গোরু বেচে স্মার্টফোন কিনলেন বাবা

author img

By

Published : Jul 24, 2020, 2:56 AM IST

Sell cow to buy smartphone for online education of children
Sell cow to buy smartphone for online education of children

অনলাইনে ক্লাস করতে লাগবে স্মার্টফোন । কিন্তু নেই স্মার্টফোন কেনার সামর্থ্য । তাই বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে গোরু বেচে স্মার্টফোন কিনলেন ব্যক্তি ।

কাংরা, 23 জুলাই : নেই স্মার্টফোন । তাই অনলাইন ক্লাস করতে যেতে হয় প্রতিবেশীদের বাড়ি । কিন্তু দিনের পর দিন এইভাবে ক্লাস করা আর সম্ভব হচ্ছিল না । তাই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বাধ্য হয়ে মাত্র 6000 টাকার বিনিময়ে গোরু বেচে স্মার্টফোন কিনলেন বাবা । হিমাচল প্রদেশের কাংরা জেলার জওয়ালামুখীর ঘটনা ।

জওয়ালামুখীর গুমমার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কুলদীপ । জানান, স্পাইনাল কর্ডে সমস্যা থাকায় তিনি কোনও পরিশ্রমের কাজ করতে পারেন না । ফলে সেভাবে রোজগার নেই । শরীরিক সমস্যার কারণে MNREGA-র অধীনেও যে সব কাজ তাও তিনি পাননি । তাঁর অভিযোগ, সে কারণে BPL -এর তালিকা থেকেও তাঁর পরিবারকে বাদ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ।

কুলদীপের মেয়ে পড়ে চতুর্থ শ্রেণিতে । ছেলে ছোটো । পড়ে দ্বিতীয় শ্রেণিতে । কোরোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে বেশিরভাগ স্কুলের তরফে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে । শুরুতে প্রতিবেশীদের বাড়ি গিয়েই পড়াশোনা করত কুলদীপের ছেলে মেয়ে । কিন্তু প্রতিদিন সেটা সম্ভব নয় । তাই শেষমেশ গোরু বেচে স্মার্টফোন কেনেন তিনি । এখন অবশ্য বাড়ি বসেই অনলাইনে পড়াশোনা করছে বাচ্চারা ।

মাথা গোঁজার ঠাঁই বলতে একটি গোয়ালঘর । সেখানেই সপরিবারে থাকে কুলদীপ । কুলদীপের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত জানে তাঁর আর্থিক অবস্থা । তাও তাঁর নাম BPL তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ।

ETV ভারতে প্রকাশিত প্রতিবেদনে কুলদীপের অবস্থার কথা জানার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । কেউ রেশন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছেন, কেউ আবার তাঁর ছেলে মেয়ের পড়ার খরচ বহন করার ইচ্ছা প্রকাশ করেছেন ।

জওয়ালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা নিজে কুলদীপের বাড়ি যান । তাঁকে ও তাঁর পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.