ETV Bharat / bharat

'ভৌতিক' কুলধারা, সোনার কেল্লার রাজ্যে দুশো বছরের পরিত্যক্ত গ্রাম

author img

By

Published : Aug 5, 2020, 7:00 AM IST

1291 সালে গ্রামের পত্তন হয় ৷ 1825 সালের রাখিপূর্ণিমার রাতে আচমকাই গ্রাম ছাড়েন বাসিন্দারা ৷ কিন্তু কেন? জয়সলমেরের মানুষের ধারণা, গ্রাম ছেড়েছিলেন যাঁরা তাঁদের আত্মা আজও আছে এখানেই ৷

Kuldhara an abandoned village
কুলধারা

সাজানো ঘরবাড়ি ৷ জলের জন্য গভীর পাতকুয়োর ব্যবস্থা ৷ ঝকঝকে পাথুরে পথ ৷ আছে মন্দিরও ৷ তবু, গত প্রায় দুশো বছর ধরে পরিত্যক্ত রাজস্থানের এই গ্রাম ৷ গ্রামের নাম কুলধারা ৷ সোনার কেল্লার শহর জয়সলমের থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেলেই সেই 'ভৌতিক গ্রাম' ৷ স্থানীয়রা মনে করেন, এককালের সম্পন্ন গ্রামে বর্তমানে ভূতের আবাসস্থল ৷ তাঁরা নাকি জলজ্যান্ত প্রমাণও পেয়েছেন ৷

ইতিহাস বলছে, 1291 সালে এই গ্রামের পত্তন হয় ৷ যোধপুরের পালি সম্প্রদায়ের ব্রাহ্মণরা এখানে বসতি গড়েন ৷ পালিরা একইসঙ্গে কৃষি ও ব্যবসায় দক্ষ ছিলেন ৷ রুক্ষ মরুভূমির বুকেও না কি তাঁরা গম ফলাতেন ৷ ওই সময় কুলধারার আশপাশে আরও 83 টি গ্রাম গড়ে ওঠে ৷ সবকটি গ্রামই ছিল রীতিমতো সমৃদ্ধ ৷ তথাপি আচমকা এক রাতে জনশূন্য হয় কুলধারা ! সেই দিন আকাশে ছিল বড় চাঁদ ৷ 1825 সালের রাখিপূর্ণিমার রাতে প্রিয় গ্রাম ছাড়েন গ্রামবাসীরা ৷ কিন্তু কেন?

উত্তর এক কাহিনিতে মেলে ৷ তৎকালীন স্থানীয় শাসক সালিম সিংয়ের কুলধারার গ্রামপ্রধানের মেয়েকে পছন্দ হয় ৷ রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চায় সালিম সিং ৷ গ্রামপ্রধান আপত্তি করলে হুমকি দেয়, তার সঙ্গে বিয়ে না দিলে একবারে দিতে হবে একাধিক বছরের লগান ৷ এরপরও বিয়ে দিতে রাজি হননি গ্রামপ্রধান ৷ এইসঙ্গে গোটা গ্রামের বাসিন্দারাও শপথ নেন, কিছুতেই শাসকের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ে হতে দেবেন না ৷ বলা হয়, সালিম সিংয়ের কুনজর থেকে গ্রামপ্রধানের মেয়েকে বাঁচাতেই কুলধারা ও লাগোয়া সমস্ত গ্রামের মানুষ রাতারাতি উধাও হয়ে যান ৷ কিন্তু তাঁরা কি ফিরে যান যোধপুরের পালি এলাকায় ? নাকি বসত গড়েন অন্য কোথাও ? না, জানা যায় না ৷ ইতিহাসের পাতা থেকেও যেন আচমকা উবে যান মানুষগুলো ! জয়সলমেরের মানুষের ধারণা, গ্রাম ছেড়ে যাঁরা চলে যান তাঁদের আত্মা আজও আছে এখানেই ৷ পরিত্যক্ত জনপদের অলিতেগলিতে, গৃহস্থহীন বাড়ির উঠোনে, রান্নাঘরে, মন্দিরের অলিন্দে ভেসে বেড়ায় তাদের আশা-আকাঙ্ক্ষা ! দিল্লির প্যারানর্মাল সোসাইটির তিরিশ জনের একটি দল কুলধারায় রাত কাটিয়ে একই দাবি করেছে ৷ যদিও স্থানীয়রা সকলেই কিন্তু সে কথা মানেন না ৷

তবে, কুলধারায় ভরা পূর্ণিমাও কালো রাত ! তাই গোটা দেশ উৎসবে মাতলেও জনশ্রতি মেনে পালি সম্প্রদায়ের ব্রাহ্মণরা রাখি উৎসব পালন করেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.