ETV Bharat / bharat

ট্রাম্পের হার থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের : শিবসেনা

author img

By

Published : Nov 9, 2020, 3:52 PM IST

শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট স্পষ্টভাবেই হারের দিকে ৷ আমরা ছাড়া দেশে ও রাজ্যে কোনও বিকল্প নেই - এই চিন্তা থেকে নেতাদের সরাতে হবে জনগণকেই ৷

india-should-learn-from-donald-trumps-defeat-shiv-sena
ট্রাম্পের হার থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের : শিবসেনা

মুম্বই, 9 নভেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সঙ্গে বিহার বিধানসভা নির্বাচনকে তুলনা করল শিবসেনা ৷ শিবসেনার তরফে বলা হয়, অ্যামেরিকার বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত ৷

গতকাল শিবসেনা দলের মুখপত্র সামনায় বলা হয়, " প্রেসিডেন্ট ট্রাম্প কখনও দেশের প্রধান হওয়ার উপযুক্ত ছিলেন না ৷ চার বছরে অ্যামেরিকার জনগণ সেই ভুল বুঝে তা শুধরেছে ৷ তাঁর দেওয়া একটি প্রতিশ্রুতিও ট্রাম্প পূরণ করেননি ৷ আমরা যদি এবার ট্রাম্পের হারের থেকে কিছু শিখতে পারি, তাহলে সেটাই ভালো হবে ৷ "

আরও বলা হয়, অ্যামেরিকায় কোরোনা সংক্রমণের থেকেও বেশি বেকারত্ব ৷ সেই দিকে লক্ষ্য না দিয়ে ট্রাম্প রাজনীতি ও অযৌক্তিক বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন ৷ অ্যামেরিকায় ইতিমধ্যেই নেতৃত্বে পরিবর্তন হয়েছে ৷ বিহারের নির্বাচনের ফলাফলের দিনও দোরগোড়ায় ৷ বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট স্পষ্টভাবেই হারের দিকে ৷ আমরা ছাড়া দেশে ও রাজ্যে কোনও বিকল্প নেই - এই চিন্তা থেকে নেতাদের সরাতে হবে জনগণকেই ৷

শিবসেনার তরফে আরও বলা হয়, ট্রাম্পকে আমাদের দেশে যেভাবে স্বাগত জানানো হয়েছিল , তা কখনও ভোলা হবে না ৷ ভুলের সঙ্গে দাঁড়ানো আমাদের সংস্কৃতি নয়, তবুও তা করা হয়েছিল ৷ বাইডেনই অ্যামেরিকার প্রধান হবেন ৷ অ্যামেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদে জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস ৷ ট্রাম্প তাঁর এই কৃতিত্বের নিন্দা করেন ৷ তিনি মহিলাদের সম্মান করেন না ৷ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-র তরফে এমনই এক ব্যক্তিকে সমর্থন করা হয়েছিল ৷

শিবসেনার সামনায় বলা হয়, " ভারতের তরফে ' নমস্তে ট্রাম্প ' আয়োজন করা হলেও , অ্যামেরিকার বুদ্ধিমান লোকেরা ট্রাম্পকে ' বাই বাই ' জানিয়ে তাদের ভুল সংশোধন করেছেন ৷ একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নীতীশ কুমারের মতো নেতারা তরুণ তেজস্বী যাদবের সামনে দাঁড়াতেও পারবেন না ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.