ETV Bharat / bharat

সৌরবিদ্যুৎ ব্যবহারে ভারতের প্রশংসা রাষ্ট্রসংঘের মহাসচিবের

author img

By

Published : Jul 10, 2020, 10:41 PM IST

অপ্রচলিত শক্তি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সমীক্ষায় ভারতের সম্ভাবনার কথা উঠে এসেছে বারবার । এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রশংসায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।

Un secretary general, solar energy
Un secretary general, solar energy

নিউ ইয়র্ক, 10 জুলাই : কোরোনা প্যানডেমিক বদলে দিয়েছে যাবতীয় সমীকরণ । কোরোনা পরিস্থিতির মধ্যে থেকেও কীভাবে আরও ভালোভাবে বাঁচা যায় তা নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকল্পনা । "এই অবস্থায় রাস্তা দুটো । এক যেখানে ছিলাম সেখানে ফিরে যাওয়া, আর নয় তো আরও ভালো, মজবুত ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা ।" ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির ক্লিন এনার্জি ট্রানজিশন সামিটে গতকাল একথা বলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে ভারতের প্রশংসাও করেন তিনি ।

সামিটে ভারতের উদাহরণ টেনে বলেন, "সৌরবিদ্যুতের ব্যবহার কোরোনা পরবর্তী পৃথিবীতে বিকল্প শক্তি হিসেবে সম্ভাবনাময় । এক্ষেত্রে ভারত খুব ভালো কাজ করছে । অপ্রচলিত শক্তি বেশি কর্মসংস্থান তৈরি করে যা প্রচলিত শক্তির তুলনায় প্রায় তিন গুণ বেশি ।"

প্রসঙ্গত, আজই মধ্যপ্রদেশের রেওয়ায় 750 মেগাওয়াটের সৌর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প ।

ভার্চুয়াল সামিটের সূচনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আরও বলেন, "কোরোনা পরিস্থিতির মোকাবিলায় অধিকাংশ দেশই করের টাকা বিপুল পরিমাণে খরচ করছে । আমরা প্রচলিত শক্তিতে বিনিয়োগ করতেই পারি, কিন্তু এক্ষেত্রে বাজার অনিশ্চিত । শুধু তাই নয়, রয়েছে বায়ুদূষণের খাঁড়া । কিন্তু অপ্রচলিত শক্তিক্ষেত্র অনেকবেশি বিশ্বাসযোগ্য, পরিবেশবান্ধব ও আর্থিকভাবে স্মার্ট ।"

G20 পুনরুদ্ধার প্যাকেজের উপর নতুন এক সমীক্ষার উল্লেখ করেন আন্তোনিও গুতেরেস । বলেন," প্রচলিত শক্তির পিছনে দেশগুলি যত খরচ করে তার থেকেও বেশি খরচ হয় প্রচলিত শক্তির ব্যবহারে হওয়া দূষণ মোকাবিলায়।"

স্বাস্থ্য, বিজ্ঞান ও অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্লিন এনার্জির পথ বেছে নিতে রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানান তিনি । পাশাপাশি প্রচলিত শক্তির ক্ষেত্রে ভর্তুকি বন্ধের পক্ষেও সওয়াল করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.