ETV Bharat / bharat

রাজস্থানে উঠল গুর্জরদের আন্দোলন-বিক্ষোভ

author img

By

Published : Nov 12, 2020, 5:34 PM IST

গুর্জর সম্প্রদায়ের সংরক্ষণ এবং রাজস্থান বিধানসভায় সংবিধানের নবম তপশিলে তাদের সংযুক্তি করার দাবিতে, 1 নভেম্বর থেকে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছিল গুর্জর সংরক্ষণ সংঘর্ষ সমিতি ৷ যেই আন্দোলনের জেরে দিল্লি-মুম্বই রেল যোগাযোগ ব্য়বস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল ৷ এমনকী আন্দোলনকারীরা লাইনের ক্লিপ খুলে দিয়েছিল ৷

রাজস্থানে অবশেষে উঠলো গুরজারদের আন্দোলন-বিক্ষোভ
রাজস্থানে অবশেষে উঠলো গুরজারদের আন্দোলন-বিক্ষোভ

জয়পুর, 12 নভেম্বর : লাগাতর 12 দিন বিক্ষোভ অবরোধ চালিয়ে এবার রাজস্থান সরকারের সঙ্গে সমঝোতার পথে গুর্জর সংরক্ষণ সংঘর্ষ সমিতি ৷ বুধবার রাতে গুর্জর সংরক্ষণ সংঘর্ষ সমিতির নেতা কিরোরি সিং বাইনসাল রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলতের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানেই দুই পক্ষের মধ্য়ে সমঝোতা হয় ৷ যারপরেই হিন্দাউন-বায়ানা সড়কপথ এবং দিল্লি-মুম্বই রেলপথ থেকে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ৷ বুধবার রাতের বৈঠকে গুর্জর ও রাজস্থান সরকারের সঙ্গে একচি চুক্তি হয়েছে এবং অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷

গুর্জর সম্প্রদায়ের সংরক্ষণ এবং রাজস্থান বিধানসভায় সংবিধানের নবম তপশিলে তাঁদের সংযুক্তি করার দাবিতে 1 নভেম্বর থেকে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছিল গুর্জর সংরক্ষণ সংঘর্ষ সমিতি ৷ যেই আন্দোলনের জেরে দিল্লি-মুম্বই রেল যোগাযোগ ব্য়বস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল ৷ এমনকী আন্দোলনকারীরা লাইনের ক্লিপ খুলে দিয়েছিল ৷ ভারতপুরে লাইনের ফিসপ্লেট নষ্ট করে দেয় আন্দোলনকারীরা ৷ এই পরিস্থিতিতে বুধবার রাতে মুখ্য়মন্ত্রী অশোক গেহলতের সঙ্গে বৈঠকে বসে গুর্জর নেতা কিরোরি সিং বাইনসাল ৷ সেই বৈঠক থেকে সমাধান সূত্র বেরিয়ে এসেছে বলে জানা গিয়েছে ৷ তবে, ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতির কাজে রেলের সঙ্গে হাত লাগিয়েছে আন্দোলকারীরাও ৷ যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় ৷ সেইমত রেলকর্মী ও গুর্জররা একসঙ্গে লাইনগুলি মেরামতির কাজ শুরু করে ৷

বুধবারের বৈঠকে রাজস্থান সরকারের কাছে আরো একটি দাবি জানিয়েছে গুর্জর সংরক্ষণ সংঘর্ষ সমিতি ৷ যেখানে বলা হয়েছে, রাজ্য় সরকারের খালি পদগুলিতে দ্রুত লোক নিয়োগ করতে হবে ৷ যেখানে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণির জন্য় 5 শতাংশ আসন সংরক্ষণ করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.