ETV Bharat / bharat

চিনের একতরফা স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টার জন্য এই ঘটনা : ভারত

author img

By

Published : Jun 17, 2020, 2:50 AM IST

Updated : Jun 17, 2020, 2:57 PM IST

চিনের তরফে সেখানে একতরফা স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করায় এই সংঘর্ষ ৷ ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিজেদের সীমানার মধ্যে কার্যক্রম বজায় রাখে৷ চিনের কাছেও সেই একই কর্ম প্রত্যাশিত ৷ মন্তব্য ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের ৷

India china Face-Off
India china Face-Off

দিল্লি, 17 জুন : সোমবার রাতে গালওয়ান ভ্যালিতে চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন জওয়ানের মৃত্যুতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, " চিনের তরফে সেখানে একতরফা স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করায় এই সংঘর্ষ৷"

সংঘর্ষে যে জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের মধ্যে কর্নেল বি সন্তোষ বাবু, হাবিলদার পালানি, এবং সিপাহী ওঝা রয়েছেন ৷ এই ঘটনাটি ঠিক তখনই ঘটে যখন চিন সেনা ওই অবস্থান থেকে প্রস্থান করার জন্য প্রস্তুত হচ্ছিল ৷

জানা গিয়েছে, কর্নেলকে পাথর দিয়ে আঘাত করা হয় চিনা বাহিনীর তরফে ৷ এর পালটা উত্তর দেয় ভারতীয় সেনা ৷ যা বেশ কিছু সময়ের জন্য অস্ত্রবিহীন সংঘর্ষে পরিণত হয়েছিল ৷ মাঝরাতের পর সেনারা বিচ্ছিন্ন হয়ে যায় ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, " 15 জুন রাতে চিনের তরফে সেখানে একতরফা স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয় । তার ফল স্বরূপ ওই হিংসাত্মক ঘটনা ঘটে৷ দু-পক্ষের অনেকে হতাহত হয়৷ চিন যদি উচ্চস্তরের বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্ত যদি সতর্কতার সঙ্গে পালন করত তাহলে এই ঘটনাকে এড়ানো যেত ৷"

তিনি বলেন, "ভারত ও চিনের সেনা ও কূটনীতিকরা ভারত-চিন পূর্ব সীমান্তের হিংসাত্মক পরিস্থিতিকে স্বাভাবিক করতে আলোচনা চালিয়ে যাচ্ছে ৷ ছয় জুন মিলিটারির সিনিয়র কমান্ডার একটি উচ্চপর্যায়ের বৈঠকে পরিস্থিতি স্বাভাবিকে আনতে সহমত হন ৷ পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পরবর্তীকালে সেখানকার সিনিয়র কমান্ডাররা একাধিক বৈঠক করেন ৷ গালওয়ান ভ্যালিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মসৃণভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে যখন আমারা প্রত্যাশা করছিলাম তখন চিনের তরফে চুক্তি থেকে সরে আসা হয়৷"

তিনি আরও বলেন, "ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিজেদের সীমানার মধ্যে কার্যক্রম বজায় রাখে৷ চিনের কাছেও সেই একই কর্ম প্রত্যাশিত ৷ সীমান্ত এলাকায় আমাদের দৃঢ়রূপে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হবে ৷ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে ৷ সেই সঙ্গে আমরা ভারতীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।"

Last Updated :Jun 17, 2020, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.