ETV Bharat / bharat

শর্তসাপেক্ষ জামিনে গভীর রাতে কারামুক্ত ডাঃ কাফিল খান

author img

By

Published : Sep 2, 2020, 1:08 AM IST

Updated : Sep 2, 2020, 1:38 AM IST

Dr. Kafil Khan was released
কাফিল খান

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ কারামুক্ত হলেন ডাঃ কাফিল খান৷৷ জাতীয় নিরাপত্তা আইনে (NSA) ডাঃ খানকে 29 জানুয়ারি উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স মুম্বই থেকে গ্রেপ্তার করে ৷

উত্তরপ্রদেশ, 2 সেপ্টেম্বর: শেষ পর্যন্ত বন্দীদশা কাটল ডাঃ কাফিল খানের৷ উত্তরপ্রদেশের মথুরা জেল থেকে শর্তসাপেক্ষ জামিনে গভীর রাতে ছাড়া পেলেন তিনি৷ আগেই এলাহাবাদ হাইকোর্ট তাঁর মুক্তির পক্ষে রায় দিয়েছিল৷

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা আইনে (NSA) ডাঃ খানকে 29 জানুয়ারি উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স মুম্বই থেকে গ্রেপ্তার করে ৷ 12 ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে CAA বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আলিগড় সিভিল লাইন্স থানায় একটি মামলা দায়ের করা হয় । এরপর ডঃ খানকে গ্রেপ্তার করে আলিগড় আনা হয় এবং মথুরায় জেলা কারাগারে স্থানান্তরিত করা হয় । ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানায়, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ৷ ডাঃ খানের আলিগড় জেলে উপস্থিতি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ করতে পারে ৷ সেজন্যই তাঁকে মথুরায় স্থানান্তরিত করা হয়েছে ৷

এর আগে 2017 সালের অগাস্টে গোরক্ষপুরের BRD মেডিকেল কলেজে এক সপ্তাহের মধ্যে 60টিরও বেশি শিশু মারা যাওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । শিশু মৃত্যুর জন্য দায়ি করা হয়েছিল শিশুদের ওয়ার্ডে অক্সিজেনের সংক্ষিপ্ত সরবরাহকে । যদিও ঘটনার প্রায় দু'বছর পর উত্তরপ্রদেশ সরকার তাঁকে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি দেয় ৷

Last Updated :Sep 2, 2020, 1:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.