ETV Bharat / bharat

21 দিনে ধর্ষকের ফাঁসি, আজ বিল পেশ অন্ধ্রপ্রদেশ বিধানসভায়

author img

By

Published : Dec 12, 2019, 11:15 AM IST

ধর্ষকদের মৃত্যুদণ্ডের প্রস্তাব জানিয়ে একটি বিল অনুমোদন করে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা । আজ তা বিধানসভায় পেশ করা হবে ।

hang
ছবি

অমরাবতী, 12 ডিসেম্বর : কয়েকদিন আগেই হায়দরবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । এবার এই অপরাধ মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার । গতকাল ধর্ষকদের মৃত্যুদণ্ডের প্রস্তাব জানিয়ে একটি বিল অনুমোদন করে মন্ত্রিসভা । আজ তা বিধানসভায় পেশ করা হবে ।

এই বিলে যে বিষয়গুলি বলা হয়েছে :

  • ধর্ষণের ক্ষেত্রে অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে ।
  • এই ধরনের মামলায় অভিযোগ দায়েরের 21 দিনের মধ্যেই শাস্তিপ্রদান সহ যাবতীয় কাজ শেষ করতে হবে । ঘটনার তদন্ত শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যে । এবং মামলার শুনানি শেষ করতে হবে 14 দিনের মধ্যে । পাশাপাশি সাজাও শোনাতে হবে ।
  • সংশোধিত POCSO আইনের ( যা এবছর শুরুতেই সংসদে পাশ হয়েছে) কথা উল্লেখ করে, শিশুদের যৌন নিগ্রহের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে এই বিলে ।
  • এছাড়াও, শিশুদের যৌন নিগ্রহে দোষীদের কারাদণ্ড বাড়ানোর কথাও বলা হয়েছে । কারাদণ্ড 10 বছর থেকে বাড়িয়ে আমৃত্যু করার প্রস্তাব দেওয়া হয়েছে ।
  • সোশাল মিডিয়ায় কোনও মহিলার বিরুদ্ধে কুরুচিকর কোনও তথ্য প্রকাশ করলে প্রথমবার অপরাধের জন্য দু'বছরের কারাদণ্ড এবং দ্বিতীয়বার করলে চার বছরের কারাদণ্ড দেওয়া হবে ।

এখনও ভারতীয় আইনে ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার কোনও বিশেষ ধারা নেই । যদি এই বিল পাশ হয়, তাহলে অন্ধ্রপ্রদেশই হবে প্রথম রাজ্য যা ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজা দেবে । এই নতুন বিল অন্ধ্রপ্রদেশ ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 -র নাম দেওয়া হবে অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট ।

নারী ও শিশুদের নিগ্রহ, ধর্ষণ সংক্রান্ত মামলার জন্য সমস্ত জেলায় বিশেষ আদালত গড়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই সমস্ত কোর্টগুলি সোশাল মিডিয়ায় হেনস্থা, অ্যাসিড অ্যাটাক, ধর্ষণ, গণধর্ষণ থেকে শুরু করে এই ধরনের যাবতীয় বিষয়গুলি দেখবে ।

Mumbai, Dec 12 (ANI): While speaking to media in an interactive session in Mumbai on December 11, Bollywood actress Kareena Kapoor Khan spoke about her journey in film industry. She said, "I am emotional and passionate about my work and being a woman, we take everything above one notch." "We women are fighters and we like to go against the rules and tide. It is really good to challenge yourself," she added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.