আতঙ্কের কিছু নেই, সুরক্ষিত দিল্লি বিমানবন্দর : CISF

author img

By

Published : Nov 1, 2019, 2:06 PM IST

Updated : Nov 1, 2019, 4:26 PM IST

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ দ্রুত ঘটনাস্থানে আসে CISF ৷ তারা জানায় আতঙ্কের কিছু নেই ৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ৷

দিল্লি, 1 নভেম্বর : দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায় ৷ সেটিতে RDX রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল ৷ আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়ে দিল CISF ৷ বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ৷

গতরাত 1টা নাগাদ 3 নম্বর টার্মিনালের গেটে একজন CISF প্রথমে কালো রঙের ব্যাগটি দেখতে পান ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ৷ স্নিফার ডগ দিয়ে শুরু হয় তল্লাশি ৷ পরে ওই ব্যাগটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ পরে একটি ঠাণ্ডা পাত্রে রাখা হয় ৷ আপাতত 24 ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্যাগটিকে ৷ তারপরই বিস্ফোরকের বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন CISF আধিকারিক ৷

দেখুন ভিডিয়ো

কিছুক্ষণের জন্য ওই টার্মিনালে যাত্রীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ এর জেরেই আতঙ্ক ছড়ায় ৷ ভোর 4টা নাগাদ আবার যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় ৷

নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ৷ CISF-র মুখ্য জনসংযোগ আধিকারিক অনিল পাণ্ডে বলেন,"দ্রুত ব্যাগ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ভয়ের কোনও কারণ নেই ৷ এই মুহূর্তে বলা যাচ্ছে না ব্যাগের মধ্যে কী রয়েছে ৷ 24 ঘণ্টা পর বিষয়টি স্পষ্ট হবে ৷"

Siliguri (WB), Nov 1 (ANI): Authorities in Siliguri have prepared artificial ghats for devotees observing the four-day Chhath Puja. After the National Green Tribunal imposed a ban on performing rituals in the river, the artificial ghats are constructed at Gandhi Maidan under ward number eight of Siliguri Municipal Corporation (SMC). Organisers along with the support of local residents have prepared 130 Chhath Ghats in 2019. "The concept of artificial ghats which was first designed by our committee in India is being practised this year as well. We have made ghats at Gandhi Maidan to give devotees a natural river-like atmosphere," said the organiser Khusboo Mittal. The auspicious festival, which started on October 31 is celebrated with huge fervour in the states of West Bengal, Bihar, Uttar Pradesh and Delhi.

Last Updated :Nov 1, 2019, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.