ETV Bharat / bharat

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একত্রিত হওয়ার ডাক অমিত শাহের

author img

By

Published : Jun 19, 2020, 3:40 AM IST

দিল্লি ও পারিপার্শ্বিক এলাকায় কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আয়োজিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে সকলকে মিলে একটি কৌশল নির্ধারণ করতে হবে।

Amit shah
Amit shah

দিল্লি, 18জুন : দিল্লি-NCR এ ক্রমবর্ধমান কোরোনা সংক্রামিত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আজ দিল্লির মুখ্যমন্ত্রী ও অন্যদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে তিনি এই প্যানডেমিক রুখতে একত্রিত হয়ে একটি কৌশল বের করার উপর জোর দেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরোনা ভাইরাস দমনে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি উত্তরপ্রদেশ এবং হরিয়ানার সরকারি প্রতিনিধিদের হাসপাতালে বেডের সংখ্যা, ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার এবং অন্য পরিষেবার তথ্য 15 জুলাইয়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিতে নির্দেশ দেন, যাতে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি সর্বসাধারণ কৌশল গ্রহণ করা যায়।

অমিত শাহ বলেন, " আরও পরীক্ষার প্রয়োজন এবং যারা সংক্রমিত হয়েছেন, তাঁদের চিহ্নিতকরণ এবং চিকিৎসার প্রয়োজন। সকলকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে। " কোরোনা পরীক্ষার জন্য 2400 টাকা নির্ধারিত মূল্য বেঁধে দিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় যদি কোরোনা পরীক্ষার মূল্য এর চেয়ে বেশি হয়, তবে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে রাজ্য সরকার তা কমাতে পারে।

হাসপাতালে কোরোনা চিকিৎসার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দিল্লিতে কোভিড-19 চিকিৎসার জন্য হাসপাতালে বেড ও চিকিৎসার খরচ যা নির্ধারিত করা হয়েছে, আলোচনার পরে তা NCR অঞ্চলেও লাগু করা যেতে পারে। অ্যান্টিজেন টেস্টিং কিটের সমর্থন করে তিনি বলেন, "নতুন অ্যান্টিজেন টেস্টিং কিটের মাধ্যমে কোভিড -19 সংক্রমণ পরীক্ষা করা ভালো, এই কিটের মাধ্যমে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি এবং রোগের পূর্ব শনাক্তকরণ ও চিকিৎসা সম্ভব। "

গত রবিবার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বৈঠকের আয়োজন করেছেন দিল্লিতে কোরোনা সংক্রমণ মোকাবিলাযর জন্য। আজ তৃতীয় বৈঠকে যোগদান করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্য সেক্রেটারি প্রীতি সুদান, দিল্লি, হরিয়ানা উত্তরপ্রদেশের মুখ্য সচিব সহ বিভিন্ন সরকারি আধিকারিক।

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি বিভিন্ন হাসপাতাল ও ল্যাবরেটরি পরিদর্শন করে জানান, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 500 টি অতিরিক্ত ভেন্টিলেটর এবং 650 টি অ্যাম্বুলেন্স দেওয়া হবে দিল্লির হাসপাতালগুলিতে। এছাড়া 277 কোটি টাকার বিশ্বমানের যন্ত্রপাতি দিল্লি সরকারকে দেওয়া হবে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য।

স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী, দিল্লিতে প্রতিদিন কোরোনা পরীক্ষার সংখ্যা 5000 থেকে তিনগুণ বৃদ্ধি করে 18000 করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে ছয় লাখ টেস্টিং কিট দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করে দিল্লিতে দেওয়া হবে।

সূত্র অনুযায়ী," দিল্লি সরকারকে ইতিমধ্যে 50000 আমদানি করা টেস্টিং কিট দেওয়া হয়েছে। সাত লাখ 32 হাজার মাস্ক, চার লাখ 40 হাজার PPE কিট এবং 25 লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছে।"

অন্যদিকে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন নয়া দিল্লিতে কোরোনা পরীক্ষার জন্য ভারতের প্রথম মোবাইল I-Lab ( ইনফেকশাস ডিজ়িজ়েস ডায়াগনস্টিক ল্যাব) উদ্বোধন করেন। তিনি জানান, " এই মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের পরীক্ষা করা হবে। " এক আধিকারিক জানান, এই মোবাইল ল্যাবে প্রতিদিন 25 টি RT-PCR কোভিড-19 পরীক্ষা এবং 300 টি ELISA পরীক্ষা করা সম্ভব। এছাড়া TB, HIV পরীক্ষাও CGHS নির্ধারিত মূল্য অনুযায়ী করা হবে এই ল্যাবে। এই মোবাইল ল্যাবটি বায়োটেকনোলজি দপ্তরের কোভিড কমান্ড স্ট্র্যাটেজির সাহায্যে তৈরি করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.