ETV Bharat / bharat

Bangladeshi trafficker dies : বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী

author img

By

Published : Dec 22, 2021, 2:21 PM IST

নেশার দ্রব্য পাচার করতে এসে নওদা সীমান্তে বিএসএফের সঙ্গে সংঘর্ষ ৷ মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi trafficker dies)। হামলায় আহত হয়েছেন এক জওয়ানও ।

bangladeshi_trafficker
পাচারের সময় বিএসএফের উপর হামলা

মালদা, 22 ডিসেম্বর : রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের উপর হামলা চালাল বাংলাদেশি চোরাকারবারিরা । হামলায় আহত হয়েছেন এক জওয়ান (Bangladeshi trafficker dies in BSF Encounter)। পালটা গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশি পাচারকারীর । মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওদা সীমান্ত এলাকায় । আহত জওয়ান বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।

বিএসএফের তরফে জানানো হয়েছে, গতকাল রাত পৌনে দুটো নাগাদ নওদা সীমান্তে প্রহরারত 70 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কাঁটাতারের ওপারে 15-20 জন সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রশস্ত্র হাতে সীমান্তের দিকে এগিয়ে আসতে দেখেন । ঠিক তখনই ভারতীয় কিছু চোরাকারবারিও কাঁটাতারের দিকে যাচ্ছিল । জওয়ানরা দু’দেশের পাচারকারীদেরই সতর্ক করেন । স্টান গ্রেনেড ব্যবহার করে চোরাকারবারীদের সরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় । কিন্তু তাতে সরে যাওয়া তো দূরের কথা, উল্টে জওয়ানদের উপরেই হামলা শুরু করেন বাংলাদেশি পাচারকারীরা । শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি দুষ্কৃতী কাঁটাতারের কাছেই লুটিয়ে পড়ে এবং তাঁকে ফেলে রেখেই সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায় ।

কর্তব্যরত জওয়ানরা আহত বাংলাদেশির প্রাথমিক চিকিৎসা করার পর সঙ্গে সঙ্গে তাঁকে মালদা মেডিক্যালে নিয়ে আসেন । কিন্তু ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম ইব্রাহিম শেখ, বয়স 24 বছর । পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ধুলিপাড়া গ্রামে । মৃত্যুর আগে জেরায় তিনি জানান, চাঁপাই নবাবগঞ্জ এলাকার এক কুখ্যাত চোরাকারবারি কালু শেখের নির্দেশে ভারতীয় পাচারকারীদের কাছ থেকে নেশার কাফ সিরাপ সংগ্রহ করতে সীমান্তে এসেছিলেন তিনি । 100 বোতল কাফ সিরাপ নিয়ে যেতে পারলে তাঁকে দু’হাজার বাংলাদেশি টাকা দেবে বলে জানিয়েছিল কালু ।

আরও পড়ুন :হাতে জাল এগজিট পারমিট, ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার দুই মার্কিন নাগরিক

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, দুটি হাঁসুয়া সহ 197 বোতল নেশার কাফ সিরাপ উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা । ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর তরফে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে একটি প্রতিবাদপত্রও পাঠানো হয়েছে । বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে সেই প্রতিবাদপত্রে জানানো হয়েছে, মৃত ইব্রাহিমের বাড়ি সীমান্ত থেকে অন্তত ছয় কিলোমিটার ভিতরে । তাহলে বিজিবির নজর এড়িয়ে সে কীভাবে সীমান্তের 1200 মিটার ভিতরে ঢুকে এল? সীমান্তে চোরাকারবার রুখতে বিজিবিকে আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছে বিএসএফ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.