ETV Bharat / bharat

Azam Khan Security: যোগীর দেওয়া ওয়াই ক্যাটাগরির সুরক্ষা ফেরালেন আজম খান

author img

By

Published : Sep 26, 2022, 12:36 PM IST

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের দেওয়া ওয়াই ক্যাটাগরির সুরক্ষা (Y category security) ফেরালেন আজম খান (Azam Khan Security)৷ নিরাপত্তা কর্মীদের কিছু না জানিয়ে 'বেপাত্তা' তাঁর পুত্র আবদুল্লাহ আজম খানও (Azam Khan)৷

Azam Khan surrenders Y category security, son Abdullah 'disappears' leaving gunman behind
যোগীর দেওয়া ওয়াই ক্যাটাগরির সুরক্ষা ফেরালেন আজম খান

রামপুর, 26 সেপ্টেম্বর: যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের দেওয়া ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা (Y category security) ফিরিয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা তথা রামপুরের বিধায়ক আজম খান (Azam Khan)৷ আজম খানের বিধায়ক-পুত্র আবদুল্লাহ আজম খানও নিরাপত্তা কর্মীদের কিছু না জানিয়েই 'বেপাত্তা' ৷ দিনকয়েক আগে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা (Z category security) দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh government) কাছে আর্জি জানিয়েছিলেন আজম খান ৷

পুলিশ জানিয়েছে, গত 23 সেপ্টেম্বর দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজম খান ৷ সেখানে কোনও কারণ না জানিয়েই তিনি তাঁর নিরাপত্তা কর্মীদের উত্তরপ্রদেশ ফিরে যেতে বলেছিলেন ৷ তার পর থেকেই পুলিশের কাছে তাঁর সম্পর্কে কোনও তথ্য ছিল না ৷ আজম খানের পাশাপাশি তাঁর ছেলে তথা সপার বিধায়ক আবদুল্লাহ আজম খানও 'নিখোঁজ'৷ তাঁর নিরাপত্তায় যে বন্দুকবাজ মোতায়েন ছিলেন, তাঁকে কিছু না জানিয়েই 'বেপাত্তা' হয়েছেন আজম খানের পুত্র ৷

রামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. সংসার সিং জানিয়েছেন, প্রয়োজন হলে এই পিতা-পুত্রকে যথাযথ সুরক্ষা দেওয়া হবে ৷ গত জুলাই মাসে আজম খান তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তা তাঁকে ফিরিয়ে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন ৷ সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, তাঁকে ও তাঁর পরিবারকে নানা হুমকি দেওয়া হচ্ছে ৷ তাঁকে বর্তমানে যে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, সেটাও তাঁর কোনও কাজে আসছে না বলে দাবি করেন তিনি ৷ আজম খানের কথায়, "আমাকে ও আমার পরিবারের সবাইকে হুমকি দেওয়া হচ্ছে ৷ উত্তরপ্রদেশ সরকারের কাছে আমি আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার আবেদন করেছিলাম ৷ বর্তমানে আমাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়, যার কোনও অর্থ নেই ৷"

আরও পড়ুন: অধিবেশনের একটি দিন শুধুই মেয়েদের, ইতিহাস যোগী রাজ্যে

উল্লেখ্য, 2017 সালে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তা কমিটির বৈঠকে বেশ কয়েকজন বিধায়কের নিরাপত্তার ঘেরাটোপ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ওয়াই ক্যাটাগরিতে 11 জন পুলিশকর্মী ও আধা সামরিক বাহিনীর দল নিরাপত্তার দায়িত্বে থাকেন ৷ জেড ক্যাটাগরিতে এই সংখ্যাটা বেড়ে হয় 28 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.