ETV Bharat / bharat

Udayanidhi Stalin Statement: উদয়নিধির শিরশ্ছেদের নিদান দিয়ে বিতর্কে অযোধ্যার সাধু

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 8:43 PM IST

Ayodhya Saint Jagatguru Paramhamsa Acharya on Udhayanidhi Stalin Comment: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্য়ালিন ৷ প্রতিবাদে উত্তরপ্রদেশের অযোধ্যার তপস্বী সেনানিবাসের সাধক জগৎগুরু পরমহংস আচার্য উদয়নিধির শিরচ্ছেদের নিদান দিয়েছেন ৷ আচার্যর ঘোষণা, 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এই কাজের জন্য ৷ ফলে এই ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হল ৷

Udayanidhi Stalin
Udayanidhi Stalin

অযোধ্যা, 4 সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে উদয়নিধি স্ট্য়ালিন ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন উত্তরপ্রদেশের অযোধ্যার তপস্বী সেনানিবাসের সাধক জগৎগুরু পরমহংস আচার্য । তিনি তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধির শিরচ্ছেদের নিদান দিয়েছেন ৷ তাঁর ঘোষণা, ডিএমকে-র এই নেতার শিরশ্ছেদ করতে পারলে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ৷ আরও এক ধাপ এগিয়ে তিনি জানিয়েছেন, কেউ এই কাজ করতে না পারলে, তিনি নিজেই দায়িত্ব নেবেন ৷

উল্লেখ্য, উদয়নিধি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ৷ সম্প্রতি তিনি সনাতন ধর্মকে মশা ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ এই বক্তব্যের পর তিনি তীব্র বিরোধিতার মুখে পড়েছেন । এতে অযোধ্যার সাধুরাও খুব বিরক্ত । সোমবার বিকেলে উদয়নিধি স্ট্যালিনের কুশপুত্তলিকা দাহ করেন তপস্বী সেনানিবাসের সাধক জগৎগুরু পরমহংস আচার্য । তিনি প্রতীকীভাবে তরবারি দিয়ে স্ট্যালিনের পোস্টার কেটে দেন । তার পরই বিতর্কিত ওই ঘোষণা করে বসেন ৷

তবে জগৎগুরু পরমহংস আচার্য জানিয়েছেন, উদয়নিধি স্ট্যালিনের বাবা এম কে স্ট্যালিন ‘ইন্ডিয়া’ জোটের সদস্য । এই জোট 2024 সালের লোকসভা নির্বাচনে লড়তে চলেছে । জোটের এক সিনিয়র নেতার ছেলের এই বক্তব্যই প্রমাণ করে যে দেশের 80 শতাংশ জনসংখ্যা নিয়ে জোটের নেতারা কী ভাবছেন । এই ধরনের নেতারা সমাজকে বিভক্ত করার চেষ্টা করছেন । এর আগেও সনাতন ধর্মকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে ৷ প্রতিবারই সেই চেষ্টা বিফলে গিয়েছে ৷ যারা চেষ্টা করেছে, তাদের শাস্তি হয়েছে ৷ এবারও স্ট্যালিনের শাস্তি হবে ৷

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য সমর্থন করলেন না মমতা

অন্যদিকে জনসত্তা লোকতান্ত্রিক দলের প্রধান এবং প্রতাপগড়ের কুণ্ডার বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং ওরফে রাজা ভাইয়া সোশাল মিডিয়ায় পোস্ট করে অসন্তোষ প্রকাশ করেছেন । তাঁর কথায়, উদয়নিধি জনসভায় সনাতন ধর্মের অবসানের কথা বলেছেন । প্রত্যেক ভারতীয়ের উচিত এই ঘৃণ্য বক্তব্যের বিরুদ্ধে সরব হওয়া । এই বক্তব্য হিন্দুদের প্রতি ডিএমকে-র বিদ্বেষ প্রকাশ করে । ইন্ডিয়া জোট কি ডিএমকে-র সঙ্গে সহমত ? ভোটের আগেই তাদের এই বিষয়টি স্পষ্ট করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.