ETV Bharat / bharat

BJP : কার্যনির্বাহী বৈঠকেই সাত রাজ্যের ভোটের ব্লু-প্রিন্ট তৈরি করবে পদ্মশিবির

author img

By

Published : Nov 5, 2021, 10:16 PM IST

2022 সালে সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচন । এই বৈঠকেই সাত রাজ্যের বিধানসভা ভোটের ব্লু-প্রিন্ট তৈরির পরিকল্পনা করছে পদ্মশিবির ৷

BJP
কার্যনির্বাহী বৈঠকেই সাত রাজ্যের ভোটের ব্লু-প্রিন্ট তৈরি করবে পদ্মশিবির

নয়াদিল্লি, 5 নভেম্বর : দু'দিন পরেই ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী বৈঠক ৷ উত্তরপ্রদেশ-সহ ছয় রাজ্যের বিধানসভা নির্বাচন এবং তার আনুসাঙ্গিক বিষয়গুলিই এই জাতীয় কার্যনির্বাহী বৈঠকের আলোচনার মূল বিষয় হতে চলেছে ৷ জেপি নাড্ডা দলের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এটিই হবে বিজেপির প্রথম জাতীয় কার্যনির্বাহী বৈঠক ।

গেরুয়াশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, "কোভিড প্রোটোকলের পরিপ্রেক্ষিতে, সমস্ত রাজ্যের সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) এবং সেই সমস্ত রাজ্যের জাতীয় কার্যনির্বাহী সদস্যরা তাদের রাজ্যের দলীয় কার্যালয় থেকেই বৈঠকে যোগ দেবেন ৷ জাতীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির নেতারা 7 নভেম্বর এনডিএমসি কনভেনশন সেন্টারে (NDMC Convention Centre) বৈঠকে যোগ দেবেন ।’’

আরও পড়ুন: Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

2022 সালে সাত রাজ্যে বিধানসভা নির্বাচন । উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুরে আগামী বছরের শুরুতেই নির্বাচন ৷ হিমাচল প্রদেশ এবং গুজরাটের নির্বাচন বছরের শেষের দিকে । পঞ্জাব বাদে সমস্ত রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি । জাতীয় কার্যনির্বাহী বৈঠকের শুরু হবে জেপি নাড্ডার ভাষণ দিয়ে এবং শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাপ্তি ভাষণ দিয়ে । এই বৈঠকেই সাত রাজ্যের বিধানসভা ভোটের ব্লু-প্রিন্ট তৈরির পরিকল্পনা করছে পদ্মশিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.