ETV Bharat / bharat

Bicycles to Students: বাংলার পর সাইকেল দেবে অসম সরকার, পাবে নবম শ্রেণির 3 লক্ষ 78 হাজার পড়ুয়া

author img

By

Published : Jul 6, 2023, 11:56 AM IST

বাংলার পর পড়ুয়াদের সাইকেল দিতে চলেছে অসম সরকার ৷ এই সাইকেল পাবে 3 লক্ষ 78 হাজার নবম শ্রেণির ছাত্র ছাত্রী ৷

Himanta Biswa Sarma government
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, 6 জুলাই: ছাত্রছাত্রীদের জন্য সুখবর ৷ খুব শীঘ্র তারা পেতে চলেছে সাইকেল ৷ এই বছর নবম শ্রেণির 3 লক্ষ 78 হাজার ছাত্রছাত্রী নতুন সাইকেল পাবে ৷ এমনটাই ঘোষণা করা হয়েছে অসম সরকারের তরফে । বুধবার জনতা ভবনে রাজ্য সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তার মধ্যে একটি হল পড়ুয়াদের সাইকেল বিতরণ ৷

  • বাংলার পর পড়ুয়াদের সাইকেল অসম সরকারের

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে আগেই চালু হয়েছে সবুজ সাথী প্রকল্প ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই প্রকল্পের আওতায় নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হয় ৷ এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভাও ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এই রাজ্যেও নবম শ্রেণি পড়ুয়ার ওই সাইকেল দেওয়া হবে ৷

  • দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পাবে স্কুটার

জানা গিয়েছে, এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60 শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 75 শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ছেলে পড়ুয়াদের স্কুটার দেওয়া হবে । তবে আগামী বছর থেকে এই নিয়মে কিছুটা পরিবর্তন আসবে । 2024 সাল থেকে অসম সরকার 75 শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত ছেলে এবং মেয়ে উভয়কেই স্কুটার দেবে । তার মানে আগামী বছর থেকে মেয়েরা 60 শতাংশ নয় 75 শতাংশ নম্বর পেলে তবেই স্কুটার পাবে । মন্ত্রিসভা এই বছর অসমে নবম শ্রেণির 3 লক্ষ 78 হাজার পড়ুয়াদের সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন: মদ্যপানে আসক্ত আনফিট পুলিশকর্মীদের ভিআরএস দেওয়ার সিদ্ধান্ত

  • যুগান্তকারী পদক্ষেপ বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ নিয়ে টুইট করেছেন ৷ তিনি লেখেন, "আমাদের মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত শিক্ষার মানকে আরও উন্নত করবে এবং আমাদের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে ।" এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী রনোজ পেগু ঘোষণা করেছেন, "মন্ত্রিসভা সাইকেল দেওয়ার অনুমোদন দিয়েছে 4372টি সরকারি ও প্রাদেশিক স্কুলের নবম শ্রেণির ছেলে ও মেয়েদের 3 লক্ষ 78 হাজার ছাত্র-ছাত্রীদের । এর জন্য 167.95 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । সাইকেলগুলি @GeM_India পোর্টালের মাধ্যমে সংগ্রহ করা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.