ETV Bharat / bharat

Arvind Kejriwal আস্থা ভোটের সিদ্ধান্ত নিয়ে কেজরিওয়াল কি বিজেপিকে চাপে ফেলে দিল

author img

By

Published : Aug 29, 2022, 2:11 PM IST

Arvind Kejriwal beating BJP in its own game via confidence vote
Arvind Kejriwal আস্থা ভোটের সিদ্ধান্ত কেজরিওয়াল কি বিজেপিকে চাপে ফেলে দিল

দিল্লিতে আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়কদের কিনতে চাইছে বিজেপি (BJP) ৷ সম্প্রতি এমনই অভিযোগ তুলেছিল দলের নেতারা ৷ তার পর দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ তাঁর এই সিদ্ধান্ত কি বিজেপিকেই চাপে ফেলে দিল ?

নয়াদিল্লি, 29 অগস্ট : বিভিন্ন রাজ্যে বিরোধী দলের সরকার ভাঙার অভিযোগে প্রায়ই বিদ্ধ হতে হয় বিজেপিকে (BJP) ৷ সম্প্রতি দিল্লিতেও বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টির (Aam Aadmi Party) বিধায়কদের দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে নিজেই দিল্লি বিধানসভায় আস্থা ভোটে (Confidence Vote in Delhi Assembly) সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেজরিওয়ালের এই সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ এতে বিজেপিকেই ব্যাকফুটে পাঠিয়ে দিতে সক্ষম হলেন কেজরিওয়াল ৷ কারণ, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে দিল্লিতে তিনি কখনোই রক্ষণাত্মক হবেন না ৷

যদিও রাজনৈতিক মহলের মতে, দিল্লি সরকার ফেলা বিজেপির উদ্দেশ্য নয় ৷ বরং তারা চায় যে দিল্লিতেই কেজরিওয়ালকে ব্যস্ত রাখতে ৷ কারণ, চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) রয়েছে ৷ সেই নির্বাচনে আম আদমি পার্টি বিজেপির বিরুদ্ধে লড়াই করার জমি প্রস্তুত করতে শুরু করেছে ৷ তাই ওই রাজ্যে কেজরিওয়ালের দলের সক্রিয়তা কমাতেই দিল্লিতে অস্থিরতা তৈরি করতে চাইছে বিজেপি ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, গুজরাতে বরাবর বিজেপির একমাত্র প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসকেই (Congress) ধরা হয়েছে ৷ কিন্তু সেখানে কংগ্রেসের অবস্থা তথৈবচ ৷ অন্যদিকে কংগ্রেস শিবিরের দিল্লির নেতারা এখন দলের অন্দরের দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত ৷ ফলে গুজরাতের বিরোধী পরিসর এখন ফাঁকা ৷ সেই জায়গা নেওয়ার চেষ্টা করছে আপ ৷ ইতিমধ্যে গুজরাতে কেজরিওয়াল নিজে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন ৷ প্রাপ্তঃবয়স্ক মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷

সেই কারণে বিজেপি কোনওভাবেই কেজরিওয়ালের দলকে ওই রাজ্যে জায়গা দিতে নারাজ ৷ বিশেষ করে পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপের জয় চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে সহজে জয় পেলে 2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিজেপির লড়াই অনেক সহজ হবে ৷ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথ নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্য অনেক সহজ হবে ৷ তাই আপের উপর চাপ বৃদ্ধি প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের মত ৷

কিন্তু কেজরিওয়ালের আস্থা ভোটে যাওয়ার সিদ্ধান্ত বিজেপির পরিকল্পনায় জল ঢেলে দিল ৷ কারণ, আস্থাভোটে কেজরিওয়ালের জয় নিশ্চিত ৷ সেক্ষেত্রে বিজেপি চাইলেও আগামী ছ’মাসের মধ্যে আর দিল্লি বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারবে না ৷

তাই দিল্লির রাজনীতি আগামিদিনে কোন পথে চলে ? আর আগামিদিনে গুজরাতের রাজনীতিতে এর কী প্রভাব পড়ে ? সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন : বিধায়কদের 20 কোটির প্রলোভন, অপারেশন লোটাস সামলাতে জরুরি বৈঠকে কেজরিওয়াল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.