ETV Bharat / bharat

Violence in Manipur: মণিপুরে হিংসার ঘটনায় মোতায়েন সেনা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

author img

By

Published : May 4, 2023, 11:31 AM IST

Manipur violence
মণিপুরে হিংসার ঘটনা

মণিপুরে মেইটি সম্প্রদায় তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি তুলেছে ৷ এর বিরুদ্ধে গতকাল বিকেলে মিছিল হয় ৷ সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এরপর রাজ্যজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ মোতায়েন বিশাল সেনাবাহিনী ৷

ইম্ফল, 4 মে: মেইটি সম্প্রদায়েরকে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার পরিপ্রেক্ষিতে অগ্নিগর্ভ মণিপুর ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হল উত্তর-পূর্বের রাজ্যটিতে ৷ সেনার পাশাপাশি মোতায়েন থাকছে অসম রাইফেলসও ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ৷ তারপরই হিংসাত্মক ঘটনা ঘটে ৷ এরপর থেকে মণিপুরের সর্বত্র ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ পাঁচদিনের জন্য এই অবস্থা কার্যকর থাকবে বলে জানা গিয়েছে ৷

মেইটি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্ত করার দাবিতে অল ট্রাইবালস স্টু়ডেন্টস ইউনিয়ন বা এটিএসইউ একটি মিছিল করে ৷ বৃহস্পতিবার বিকেলে এই মিছিলে মেইটি সম্প্রদায়ের সঙ্গে কুকি-সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ঝামেলা সূত্রপাত হয় ৷ তারপরই মণিপুর সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে ৷ 4 হাজার মানুষকে সংঘর্ষের ঘটনাস্থল থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূত্রে জানা গিয়েছে, সেনা জওয়ান, অসম রাইফেলস যৌথভাবে সারারাত টহলদারি চালিয়েছে এলাকায়৷ তাদের সঙ্গে ছিল রাজ্য পুলিশ ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ফ্ল্যাগ মার্চ করছে যৌথ নিরাপত্তাবাহিনী ৷

বুধবার এটিএসইউএম-এর নেতৃত্বে ট্রাইবাল সলিডারিটি মার্চ নামের একটি মিছিল হয় টরবাঙ্গ এলাকায় ৷ তাতে হাজারে হাজারে প্রতিবাদে সামিল হয়েছিল ৷ এই সময়ই সংঘর্ষের ঘটনা ঘটে ৷ পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে বলেও জানা গিয়েছে ৷ ইম্ফল পশ্চিম জেলার কাঞ্চিপুরে বহু বিক্ষুব্ধ তরুণদের একটি দল জমায়েত করে ৷

  • #UPDATE | Responding to the request of Civil Administration in Manipur, Army/Assam Rifles immediately deployed an adequate number of Columns for Area Domination in all affected areas in the evening of 3 May. Actions to evacuate maximum people to safer areas & restore law&order… pic.twitter.com/srM6QnyQxK

    — ANI (@ANI) May 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদিবাসী সম্প্রদায়ের বসবাস নেই, এমন কয়েকটি জায়গায় কারফিউ জারি করা হয়েছে ৷ তার মধ্যে ইম্ফল পশ্চিম, কাকচিং, থুবনাল, জিরিবাম এবং বিষ্ণপুর জেলা ৷ আদিবাসী অধ্যুষিত চুরাচন্দপুর, কাংপোকপি ও তেঙ্গনৌপাল জেলাগুলিও আছে ৷ মণিপুরের উপত্যকা অঞ্চলে মেইটি সম্প্রদায়ের বাস ৷ রাজ্যের 53 শতাংশ জনসংখ্যা এই সম্প্রদায়ভুক্ত ৷ সম্প্রতি এই সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে ৷ সেই দাবি সরকার মেনে নেওয়ার আশ্বাস দিতেই শুরু হয়েছে উত্তেজনা ৷ স্বাধীনতার আগে মণিপুর রাজার এলাকার প্রায় এক দশমাংশ জায়গাজুড়ে এদের বসবাস ৷ সম্প্রতি মায়ানমার ও বাংলাদেশ থেকে থেকে বহু মানুষ রাজ্যে প্রবেশ করায় তারা সমস্যার মুখে পড়েছে বলে জানা গিয়েছে ৷ তাই তফশিলি উপজাতির স্বীকৃতি পাওয়ার দাবি তুলেছে মেইটি জনগোষ্ঠী ৷

আরও পড়ুন: মাটি খুঁড়ে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ! নিষ্ক্রিয় করল নিরাপত্তা বাহিনী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.