ETV Bharat / bharat

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাসে 100 কোটি তোলাবাজির অভিযোগ

author img

By

Published : Mar 20, 2021, 10:58 PM IST

মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় নয়া মোড় ৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের বড় বড় শিল্পপতিদের থেকে তোলা আদায়ের অভিযোগ আনলেন সম্প্রতি পুলিশ কমিশনার পদ থেকে বদলি হওয়া পরম বীর সিং ৷ আর অনিল দেশমুখের হয়ে সেই তোলা আদায় করত বিস্ফোরক বোঝাই গাড়ি রাখায় অভিযুক্ত সচিন ওয়াজ়ে ৷

anil-deshmukh-assigned-sachin waze-to-extort-rs-100-cr-every-month-param-bir-writes-to-thackeray
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মাসে 100 কোটি তোলাবাজির অভিযোগ

মুম্বই, 20 মার্চ : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তোলাবাজির অভিযোগ ৷ এবং সেই তোলাবাজি করানো হতো মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশ অফিসার সচিন ওয়াজ়ে দিয়ে ৷ মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা একটি চিঠিতে এমনই অভিযোগ করেছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং ৷ তিনি অভিযোগ করেছেন ওয়াজ়েকে দিয়ে প্রতি মাসে শহরের বড় বড় শিল্পপতিদের থেকে প্রায় 100 কোটি টাকার তোলাবাজি করাতেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ৷

যদিও অনিল দেশমুখ এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পাল্টা পরম বীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নিজেকে পরবর্তী তদন্তের হাত থেকে বাঁচাতে প্রাক্তন পুলিশ কর্তা, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনছেন ৷ অনিল দেশমুখ টুইটে অভিযোগ করেন, ‘‘পরম বীর সিং তাঁর বিরুদ্ধে পরবর্তী তদন্তের হাত থেকে নিজেকে বাঁচাতে এই মিথ্যা অভিযোগ করেছেন ৷’’ প্রসঙ্গত, সচিন ওয়াজ়েকে গ্রেফতারের পরেই পুলিশ কমিশনার পরম বীর সিং-কে বদলি করা হয় হোমগার্ডের ডিজি পদে ৷

anil-deshmukh-assigned-sachin waze-to-extort-rs-100-cr-every-month-param-bir-writes-to-thackeray
ঠাকরেকে লেখা প্রাক্তন পুলিশ কমিশনারের চিঠি

আরও পড়ুন : জেলে বসেই বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ছক আইএম জঙ্গির ?

প্রসঙ্গত, মার্চ মাসের শুরুতে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার হয় ৷ সেই ঘটনায় মুম্বই পুলিশের অফিসার সচিন ওয়াজ়ের যোগ পায় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ ওই বিস্ফোরক বোঝাই গাড়ির মালিক মনসুখ হিরেনের দেহ থানের কাছে একটি খাড়িতে উদ্ধার হওয়ার পর ওয়াজ়েকে গ্রেফতার করে এনআইএ ৷ 13 মার্চ এনআইএ নিশ্চিত করে যে, 25 ফেব্রুয়ারি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ামম্যান মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি থেকে যে ব্যক্তি বেরিয়েছিল, সে সচিন ওয়াজ়ে ৷ এরপরেই এনআইএ-র গোয়েন্দারা তাকে গ্রেফতার করে ৷ 25 মার্চ পর্যন্ত সচিন ওয়াজ়েকে এনআইএ-র হেফাজতে পাঠানো হয়েছে ৷

anil-deshmukh-assigned-sachin waze-to-extort-rs-100-cr-every-month-param-bir-writes-to-thackeray
ঠাকরেকে লেখা প্রাক্তন পুলিশ কমিশনারের চিঠি

আরও পড়ুন : বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় গ্রেফতার মুম্বই পুলিশের আধিকারিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.