ETV Bharat / bharat

জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির মামলা খারিজ এলাহাবাদ হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 1:11 PM IST

Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলা বিচারাধীন বারাণসীর একটি আদালতে ৷ দেওয়ানি মামলার রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি ৷ তাদের আবেদনকে খারিজ করে দিয়েছে আদালত ৷

Gyanvapi Mosque Case
জ্ঞানবাপী মসজিদ মামলা

প্রয়াগরাজ, 19 ডিসেম্বর: জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির পাঁচটি মামলাই খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট ৷ মুসলিম পক্ষ বারাণসী আদালতে বিচারাধীন একটি দেওয়ানি মামলার রক্ষণাবেক্ষণকে চ্যালেঞ্জ করেছিল ৷ যেখানে আবেদনকারীরা জ্ঞানবাপী মসজিদের জায়গায় একটি মন্দির ছিল বলে দাবি করে এবং সেটি পুনরুদ্ধার করতে চেয়ে মামলা করেছে । আজকের রায়ে এলাহাবাদ হাইকোর্ট 1991 সালের মামলার রক্ষণাবেক্ষণযোগ্যতাকে সমর্থন করেছে ৷ রায় ঘোষণা করে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেছেন, "বারাণসী আদালতে দায়ের করা মামলাটি রক্ষণাবেক্ষণযোগ্য এবং ধর্মীয় উপাসনার স্থান আইন 1991 দ্বারা নিষিদ্ধ নয় ।"

আদালত জ্ঞানবাপী মসজিদ চত্বরের একটি বিস্তৃত সমীক্ষার নির্দেশ দিয়েছে । আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি (এআইএমসি) এবং উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের দায়ের করেছিল পিটিশনগুলি ৷ এই পিটিশনগুলিতে জ্ঞানব্যাপী মসজিদের একটি বিস্তৃত সমীক্ষা করার জন্য 8 এপ্রিল 2021 সালের বারাণসী আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল । বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন জ্ঞানবাপী মসজিদের পরিচালনা ও দেখাশোনা করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি ৷

বারাণসীর একটি আদালতে জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলা হয় ৷ যেখানে হিন্দু আবেদনকারীরা দাবি করে, জ্ঞানবাপী মসজিদের জায়গায় একটি মন্দির রয়েছে ৷ সেটি পুনরুদ্ধার করতে হবে ৷ জ্ঞানবাপী মসজিদটি মন্দিরের একটি অংশ বলে তারা দাবি করে । আঞ্জুমান ইন্তেজামিয়া মাসজিদ কমিটি এবং ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এই দাবির বিরোধীতা করে ৷ মুসলিম পক্ষ দাবি করে, ওই মামলাটি 1991 সালের উপাসনালয় আইন (বিশেষ বিধান) আইন দ্বারা নিষিদ্ধ, যা 1947 সালের 15 অগস্ট থেকে একটি ধর্মীয় স্থানের চরিত্র পরিবর্তনকে সীমাবদ্ধ করে । (সংবাদ সংস্থা -পিটিআই)

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল এএসআই
  2. আদালতের বাইরে আলোচনার নিষ্পত্তি সম্ভব নয়, জ্ঞানবাপী মামলায় স্পষ্ট হিন্দু পক্ষ
  3. জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাড়তি সময় মঞ্জুর আদালতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.