ETV Bharat / bharat

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল এএসআই

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 5:14 PM IST

Gyanvapi Mosque Report
Gyanvapi Mosque Report

Gyanvapi Mosque Report: গত 4 অগস্ট থেকে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা শুরু করেছিল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ 100 দিন ধরে তারা সমীক্ষা করে ৷ বেশ কয়েকবার তাদের এই কাজের সময়সীমা বাড়িয়েছে আদালত ৷ সোমবার অবশেষে এই নিয়ে রিপোর্ট জমা পড়ল বারাণসী জেলা আদালতে ৷

বারাণসী, 18 ডিসেম্বর: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট জমা পড়ল আদালতে ৷ সোমবার মুখবন্ধ খামে ওই রিপোর্ট বারাণসী জেলা আদালতে জমা দিয়েছে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই ৷ আগামী 21 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷

এ দিন এএসআই-এর তরফে বারাণসী জেলা আদালতের বিচারক একে বিশ্বেশার কাছে এই রিপোর্ট জমা দিয়েছে ৷ তার পর মামলার হিন্দুপক্ষের তরফে ওই রিপোর্ট প্রকাশ্যে আনার অনুরোধ করেছে ৷ তাদের আরও অনুরোধ যে মামলার সবপক্ষকে ওই রিপোর্টের প্রতিলিপি দেওয়া হোক ৷

এই মামলায় হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, "রিপোর্টটি সিল করা কভারে দাখিল করা যাবে না ৷ এএসআই সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করেছে । আমরা আদালতে আমাদের পিটিশন দাখিল করেছি যে এএসআই রিপোর্টের প্রতিলিপি পাবলিক ডোমেনে উপলব্ধ করা উচিত ৷ আগামী 21 ডিসেম্বর শুনানির সময় এই বিষয়টি উত্থাপন করা হবে ।"

হিন্দুপক্ষের আরও এক আইনজীবী মদন মোহন যাদব বলেন, "সিল করা কভারে রিপোর্টটি এএসআই-এর স্থায়ী কৌঁসুলি অমিত শ্রীবাস্তব আদালতে পেশ করেছেন । আদালত 21 ডিসেম্বর সিল করা প্রতিবেদনটি খুলে এর প্রতিলিপি উভয় পক্ষের আইনজীবীদের কাছে জমা দেওয়ার জন্য ধার্য করেছে ।"

সপ্তদশ শতকে তৈরি হওয়া জ্ঞানবাপী মসজিদ কোনও হিন্দু মন্দিরের পূর্ব-বিদ্যমান কাঠামোর উপর নির্মিত হয়েছিল কি না, তা নির্ধারণ করতে এএসআই কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত এই মসজিদ প্রাঙ্গনে বৈজ্ঞানিক জরিপ চালিয়েছে ৷ বারাণসী আদালতের নির্দেশেই এই সমীক্ষা চালানো হয়েছে ।

জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে বৈজ্ঞানিক সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্য়ে জমা দেওয়ার জন্য গত 11 ডিসেম্বর বারাণসী জেলা আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছিল ৷ সেই মতো সাতদিন পর 18 ডিসেম্বর শুনানির দিন ধার্য ৷ সোমবার নির্ধারিত দিনে এই প্রতিবেদন জমা দেয় এএসআই ৷ এর আগে রিপোর্ট জমা দেওয়ার একাধিক তারিখ নির্ধারিত করেছিল আদালত ৷ কিন্তু প্রতিবারই নতুন করে সময় চেয়ে নেওয়া হয় এএসআই-এর তরফে ৷ অবশেষে সেই রিপোর্ট আদালতে জমা পড়ল ৷

উল্লেখ্য, গত 4 অগস্ট থেকে 100 দিন ধরে এই সমীক্ষা চালিয়েছে এএসআই ৷ এই সময়ের মধ্যে সময়সীমা বৃদ্ধির একাধিক আবেদন করে তারা ৷ গত 18 নভেম্বর তাদের শেষবার সময়সীমা বৃদ্ধি করেছিল আদালত ৷ সেই সময় তাদের অতিরিক্ত 15 দিন দেওয়া হয় ৷ সম্প্রতি তারা সমীক্ষার কাজ শেষ করে ৷ তবে এই সমীক্ষার আওতায় আসেনি মসজিদের উজুখানার অংশ ৷ কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশে ওই জায়গা সিল করে দেওয়া আছে ৷

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাড়তি সময় মঞ্জুর আদালতের
  2. জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট
  3. জ্ঞানবাপীতে এএসআই সমীক্ষা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.