ETV Bharat / bharat

Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট

author img

By

Published : Aug 3, 2023, 10:47 AM IST

Updated : Aug 3, 2023, 12:20 PM IST

বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে এবার সমীক্ষার কাজ শুরু করতে পারবে এএসআই ৷ বৃহস্পতিবার সকালে এমনই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ৷ এই মসজিদটি বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন ৷

ETV Bharat
বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ

বারাণসী, 3 অগস্ট: সমীক্ষায় ছাড়পত্র দিল আদালত ৷ বৃহস্পতিবার সকালে জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষা চালাতে পারবে ৷ এদিন আবেদনকারী জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেয় আদালত ৷ এই মসজিদটি বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন ৷

এদিন হাইকোর্ট নির্দেশে জানায়, এএসআই আশ্বাস দিয়েছে মসজিদ চত্বরে কোনও খোঁড়াখুঁড়ি হবে না, ক্ষতি হবে না ৷ তাদের উপর বিশ্বাস না-রাখার কোনও কারণ খুঁজে পাচ্ছি না ৷ জেলা দায়রা আদালত মসজিদ চত্বরে সমীক্ষা চালানোর যে নির্দেশ দিয়েছিল, তা একদম যথার্থ ৷ তাই হাইকোর্ট জেলা দায়রা আদালতের নির্দেশে হস্তক্ষেপ করবে না ৷

আরও পড়ুন: মসজিদ কমিটির হাইকোর্টে আবেদন, এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের

এর আগে 21 জুলাই বারাণসীর জেলা দায়রা আদালত এএসআইকে একটি 'বিস্তারিত বৈজ্ঞানিক সমীক্ষা'র নির্দেশ দিয়েছিল ৷ সেই অনুযায়ী 24 জুলাই বারাণসীর এই মসজিদে সমীক্ষার কাজ শুরু করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই ৷ সেদিনই মসজিদ কর্তৃপক্ষ সমীক্ষার কাজ বন্ধ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ তারা আদালতে জানায়, এই স্থাপত্য এক হাজার বছরের পুরনো ৷ খোঁড়াখুঁড়ি করলে এটি ভেঙে যেতে পারে ৷ পাশাপাশি তাদের দাবি, এই সমীক্ষা আইন বিরোধী ৷

শীর্ষ আদালতের নির্দেশে ঘণ্টাখানেকের মধ্যেই কাজ থামিয়ে দিতে হয় এএসআইকে ৷ তবে সেদিন কেন্দ্র আদালতে জানিয়েছিল, এই সমীক্ষায় আদালতের একটি ইটও সরানো হবে না ৷ দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই সমীক্ষায় মাপজোক করা হবে, ফোটো তোলা হবে ৷ সর্বোচ্চ আদালত আবেদনকারীদের সমীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দেয় ৷ সেইমতো 25 জুলাই এলাহাবাদ হাইকোর্টে পালটা আবেদন করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি ৷

আরও পড়ুন: জ্ঞানবাপীতে এএসআই সমীক্ষা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল

27 জুলাই এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতিঙ্কার দিওয়াকর মসজিদ কমিটি ও অপর পক্ষের সওয়া-জবাব শোনেন ৷ তবে চূড়ান্ত রায় দেওয়া স্থগিত রেখেছিলেন ৷ পাশাপাশি 3 অগস্ট পর্যন্ত মসজিদ চত্বরে সমীক্ষা চালানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ৷ আজ আদালত সমীক্ষা চালানোর নির্দেশ দিল ৷

Last Updated : Aug 3, 2023, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.