ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় যোগী সরকারের প্রশংসা হু-র, অবহেলা নিয়ে সরব বিরোধী দল

author img

By

Published : May 12, 2021, 1:23 PM IST

একদিকে হু-র প্রশংসাপূর্ণ টুইট, অন্যদিকে রাজ্যে বাড়তে থাকা সংক্রমণ, ওষুধ, অক্সিজেন, চিকিৎসার অভাব নিয়ে সরব বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি ৷ সব মিলিয়ে করোনা মোকাবিলা নিয়ে রাজনৈতিক তরজার কেন্দ্রে উত্তর প্রদেশের যোগী সরকার ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

লখনৌ, 12 মে : করোনা সংক্রমণ সামলানো নিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি সভাপতি জে পি নাড্ডা চিঠি দিয়েছিলেন ৷ একদিনও কাটেনি, উত্তর প্রদেশের কংগ্রেসের সভাপতি অজয়কুমার লাল্লু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রতি আক্রমণ করলেন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ৷

সোমবার একটি টুইটে হু জানায়, "ভারতের সবচেয়ে জনসংখ্যাপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ ৷ এই রাজ্যের সরকার সংক্রমণ রুখতে গ্রামাঞ্চলে প্রতিটি ঘরে গিয়ে কোভিড-19-এর অ্যাকটিভ কেস খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে ৷ কোভিড লক্ষণযুক্ত রোগীদের ব়্যাপিড আইসোলেশনে পাঠানো, রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা আর সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিকে খুঁজে বের করেছে ৷ " হু-র এই প্রশংসাকে "এটা ছোট ঘটনা নয়", বলে যোগী আদিত্যনাথের পদক্ষেপ সন্তোষজনক বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

আরও পড়ুন : কোভিড সংকটে বাতিল ব্রিটেন সফর, জি-7-এ ভার্চুয়াল বক্তৃতা দেবেন মোদি

এই প্রসঙ্গ টেনে লাল্লু বলেন, "রাজ্যে 'স্তূপীকৃত মরদেহ'-র সংখ্যা বাড়ছে ৷ কোনও ভ্যাকসিন নেই, অক্সিজেন, ওষুধ নেই রাজ্যে ৷ সরকারের উদাসীনতায় স্তূপীকৃত মৃতদেহের 'মিনার' তৈরি হয়েছে ৷ আর তাই প্রশংসা পাচ্ছে ৷" প্রতিরক্ষামন্ত্রী কি তাঁর নিজের লোকসভা কেন্দ্র লখনউতে জ্বলতে থাকা চিতার আগুন দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি পরিসংখ্যানের সঙ্গে প্রতারণা করছেন, রাজনাথ সিংয়ের কোনও অনুভূতি নেই, তাই তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ও যোগী সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভাপতি ৷

ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুরেশকুমার খান্না লাল্লুর এই মন্তব্যকে "দায়িত্বজ্ঞানহীন" আখ্যা দিয়ে কংগ্রেস নেতাদের "অভ্যাসগত ভাবে মিথ্যা বলে" বলে তোপ দেগেছেন ৷

তাঁর কথায়, "কংগ্রেস নেতারা কখনো ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন আর অন্য দিকে গ্রামে সরকারের পরীক্ষার কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন ", অভিযোগ তাঁর ৷

যোগীকে ঘিরে চলতে থাকা এই রাজনৈতিক তরজার সুযোগ নিয়ে বিরোধী দলের সঙ্গে গলা মেলালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ৷ তিনি জানিয়েছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি কতটা গুরুতর, তা বুঝতে এখনও সময় লাগবে রাজ্য সরকারের ৷

তাঁর কথায়, "যে ভাবে করোনা ভাইরাস উত্তর প্রদেশের ক্ষতি করেছে, তা দুশ্চিন্তার ৷ চিকিৎসা, অক্সিজেন, ওষুধের অভাবে এখানে মানুষের জীবন বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷"

তিনি আরও জানান, মৃত্যুর সত্যতা কখনও বিজেপি সরকারের "মিথ্যে দিয়ে ঢাকা" যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.