ETV Bharat / bharat

Abhishek Banerjee: সিবিআই তদন্তের হুমকি গিরিরাজের, স্বাগত জানিয়ে মন্ত্রীকে পালটা গ্রেফতারির দাবি অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:03 PM IST

Updated : Oct 2, 2023, 11:07 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, মঙ্গলবার যন্তরমন্তরে তাদের সভা হবে, সেখানে কারও গায়ে পুলিশ হাত তুললে তার ফল হবে ভয়ানক ৷

ETV Bharat
গিরিরাজকে আক্রমণ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

নয়াদিল্লি, 2 অক্টোবর: রাজ্যে 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যে দুর্নীতির অভযোগ উঠেছে, তার প্রেক্ষিতে সোমবার সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং ৷ এদিন দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই সিবিআই তদন্তের হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে, পালটা তাঁকে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক জানিয়েছেন, কেন্দ্র যদি সিবিআই তদন্ত করতে চায়, তাহলে তৃণমূলের কোনও আপত্তি নেই ৷ কিন্তু গরিব মানুষের বকেয়া টাকা দিতে হবে এবং প্রমাণ ছাড়াই দুর্নীতি নিয়ে যে মিথ্যে অভিযোগ গিরিরাজ সিং করছেন তার জন্য মন্ত্রীকে আগে গ্রেফতার করতে হবে ৷

  • #WATCH | TMC national general secretary and MP Abhishek Banerjee says, "The way they misbehaved & manhandled it clearly shows that BJP is scared...If the people feel that those who we elected to power have stopped the funds & there is a need to change the government, no one can… pic.twitter.com/5pTXZ1Rvla

    — ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা আদায়ে সোমবার থেকে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে তৃণমূল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবারও এই কর্মসূচি চলবে ৷ এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এদিন রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে যান তৃণমূল নেতা, মন্ত্রী সাংসদরা ৷ সোমবার দুপুরে দিল্লিতে যখন এই কর্মসূচি পালন করছিল তৃণমূল নেতৃত্ব, তখন বিহারের বেগুসরাই থেকে একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ সেই বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জানান, কেন্দ্রের পাঠানো দল পশ্চিমবঙ্গে গিয়ে 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনার মতো বিভিন্ন প্রকল্পে দুর্নীতির হদিশ পেয়েছে ৷ এই বিষয়ে প্রয়োজনে তাঁর মন্ত্রক এবার সিবিআই তদন্তের সুপারিশ করবে ৷

আরও পড়ুন: মনরেগায় গরিবদের অর্থ লুট করেছে মমতার সরকার, অভিযোগ গিরিরাজের

পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সিবিআই এর কোনও বিশ্বাসযোগ্যতা নেই ৷ সারদা-সহ বহু মামলার নিষ্পত্তি করতে পারেনি সিবিআই ৷ কিন্তু তবুও যদি কেন্দ্রীয় মন্ত্রী সিবিআই তদন্ত করাতে চান তাতে তৃণমূলের কোনও আপত্তি নেই ৷ কিন্তু প্রমাণ ছাড়া ক্রমাগত রাজ্যের নামে বদনাম করে চলেছেন মন্ত্রী ৷ কেন্দ্র আটকে রাখায় রাজ্যে হাজার হাজার গরিব মানুষ সমস্যায় পড়ছেন, তাই তাঁকে আগে গ্রেফতার করা উচিত সিবিআই'য়ের ৷ "বিজেপি নেতাদের কাছে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ থাকলে তাঁরা কেন রাজ্যের কোনও থানায় অভিযোগ দায়ের করছেন না ?" এই প্রশ্নও এদিন তোলেন অভিষেক ৷

অভিষেক এদিন আরও অভিযোগ করেন, রাজঘাটে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এদিন হামলা চালায় দিল্লি পুলিশ ৷ তাঁর কথায়, "শান্তির পীঠস্থানে হামলা হয়েছে এদিন ৷ কোনও রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি রাজঘাটে তৃণমূলের তরফে ৷ তবুও দিল্লি পুলিশ আমাদের হেনস্থা করেছে,মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে ৷ পুরুষ কনস্টেবলরা মহিলাদের হেনস্থা করেছেন ৷ তৃণমূলের 50 জনকে আটকাতে দিল্লি পুলিশ, সিআরপিএফ, সিআইএসএফ মিলে 50 হাজার নিরাপত্তারক্ষী নামানো হয়েছে দিল্লিতে ৷ বাংলার মানুষকে আটকাতে এইসব করছে ৷ অথচ মণিপুরে জ্বলছে, সেখানে কোনও পদক্ষেপ করা হচ্ছে না ৷" এদিন অভিষেকের কটাক্ষ, "বর্তমানে দেশের গণতন্ত্রের কী অবস্থা তার দেখা মিলেছে এদিন রাজঘাটে ৷ গরিব মানুষের কী অধিকার নেই তাঁদের প্রাপ্যের দাবি জানানোর ৷"

আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !

মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে মূল বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুপুর 1 টা থেকে তাদের সভা শুরু হবে ৷ তারপর সন্ধ্যা 6টায় তৃণমূলের একটি প্রতিনিধিদল কৃষিভবনে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করবে ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাধারণ মানুষ, গরিব জবকার্ড হোল্ডারদের গায়ে যদি আগামী হাত পড়ে তাহলে তার ফল হবে ভয়ানক ৷ বিজেপি যে ভাষা বোঝে সেই ভাষাতেই তিনি জবাব দেবেন বলে জানিয়ে দিয়েছেন অভিষেক ৷

Last Updated :Oct 2, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.