ETV Bharat / bharat

Child Dies of Electric shock: পুজোর জিনিস কিনতে গিয়ে ফ্রিজে হাত, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর; দেহ নিয়ে বিক্ষোভ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 9:43 AM IST

Updated : Oct 3, 2023, 12:27 PM IST

Etv Bharat
Etv Bharat

বাবার সঙ্গে সুপারমার্কেটে পুজোর জিনিস কিনতে গিয়ে ফ্রিজে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর ৷ ঘটনায় সুপার মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ দেহ নিয়ে বিক্ষোভ দেখান আত্মীয় ও এলাকাবাসী ৷ পরে পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিশুর দেহ নিয়ে বিক্ষোভ

তেলেঙ্গানা, 3 অক্টোবর: সুপারমার্কেটের ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চার বছরের শিশু কন্য়ার ৷ প্রতিবাদে দেহ নিয়ে বিক্ষোভে সামিল পরিবারের সদস্যরা ৷ সোমবার হায়দরাবাদের নিজামাবাদ জেলার ঘটনা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেন তদন্তকারী আধিকারিকরা ৷ এদিনে প্রতিবাদের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ মৃতের নাম ঋষিকা ৷ পরিবারের দাবি, সুপারমার্কেটের ফ্রিজে হাত দিতেই বিদ্যুৎষ্পৃষ্ট হয় সে ৷ তড়িঘড়ি ওই শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ তবে এই ঘটনা প্রসঙ্গে বাজার কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, এদিন ওই নাবালিকার বাবার নাম রাজশেখর ৷ তিনি নান্দীপেট মণ্ডল সেন্টার এলাকার বাসিন্দা ৷ তার দুই সন্তান ৷ ঋষিকা তাঁর ছোট মেয়ে ৷ এদিন বাড়ির পুজের জন্য নান্দীপেটে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রাজশেখর ৷ সেখানে স্থানীয় সুপার মার্কেটে যান পুজোর সামগ্রী কিনতে ৷ দোকান গিয়ে ঋষিকার জন্য একটি ঠান্ডা পানীয় কিনতে যান বাবা ৷ তাঁর সঙ্গে সঙ্গে যায় তার ছোট্ট মেয়েও ৷

রাজশেখর দোকানের একটি ফ্রিজ থেকে মেয়ের জন্য ঠান্ডা পানীয় বের করেন। ঠিক সে সময় তাঁর মেয়েও অন্য একটি ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয় ৷ দ্রুত উদ্ধার করে নিজামাবাদ জেলা সরকারি হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা ঋষিকাকে মৃত বলে ঘোষণা করেন ৷ একরত্তির মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া ৷

আরও পড়ুন: সাবধান! মোবাইল চার্জারের পিন মুখে দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর

ঘটনা প্রসঙ্গেই মৃত ঋষিকার বাবা রাজ শেখর জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি ঋষিকাকে নিয়ে একটি দোকান গিয়েছিলেন ৷ প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পর তিনি মেয়ের জন্য পানীয় নিতে দোকানে থাকা ফ্রিজের কাছে যান ৷ ঋষিকাও বাবার দেখাদেখি অন্য একটি ফ্রিজে হাত দেয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।

Last Updated :Oct 3, 2023, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.