74th Republic Day: 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Updated on: Jan 26, 2023, 8:48 AM IST

74th Republic Day: 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Updated on: Jan 26, 2023, 8:48 AM IST
1950 সালের 26 জানুয়ারি দেশে সংবিধান কার্যকর হয় ৷ সেদিন থেকে ভারত ব্রিটিশ শাসন মুক্ত একটি যুক্তরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় ৷ আজ 74 তম সাধারণতন্ত্র দিবস (74th Republic Day Celebration) ৷
নয়াদিল্লি, 26 জানুয়ারি: আজ সাধারণতন্ত্র দিবস ৷ 1950 সালের এই দিনে দেশের সংবিধান কার্যকর করা হয়েছিল ৷ 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী (PM Narendra Modi Tweets) টুইট করেন, "গণতন্ত্র দিবসের শুভকামনা ৷ এবারের এই উদযাপন বিশেষ ভাবে উল্লেখযোগ্য, কারণ এর পাশাপাশি আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে ৷ দেশের মহান স্বতন্ত্র সেনাদের স্বপ্নকে রূপায়ন করতে আমরা একজোট হয়ে এগিয়ে যাব, এই কামনা রইল ৷ দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা !"
-
गणतंत्र दिवस की ढेर सारी शुभकामनाएं। इस बार का यह अवसर इसलिए भी विशेष है, क्योंकि इसे हम आजादी के अमृत महोत्सव के दौरान मना रहे हैं। देश के महान स्वतंत्रता सेनानियों के सपनों को साकार करने के लिए हम एकजुट होकर आगे बढ़ें, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) January 26, 2023
Happy Republic Day to all fellow Indians!
তিনি টুইট করেন, "74তম গণতন্ত্র দিবসের সব দেশবাসীর উদ্দেশ্যে রইল হার্দিক শুভকামনা ৷ দেশকে স্বাধীন করতে, শক্তিশালী করতে অথবা এর রক্ষার্থে যে সব স্বতন্ত্র সেনা, সংবিধান নির্মাতা এবং বীর জওয়ানরা প্রাণ দিয়েছেন, আজ তাঁদের প্রণাম জানাই ৷" আজ নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইজিপ্টের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আবদেল ফতাহ ইল-সিসি (President Abdel Fattah El-Sisi) ৷ বুধবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ৷
-
समस्त देशवासियों को 74वें गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं।
— Amit Shah (@AmitShah) January 26, 2023
आज उन सभी स्वतंत्रता सेनानियों, संविधान निर्माताओं व वीर जवानों को नमन करता हूँ जिन्होंने देश को आजाद कराने, मजबूत बनाने व इसकी रक्षा के लिए अपना जीवन समर्पित किया है। pic.twitter.com/lKZuvpdffF
এই প্রথম কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজধানীর সর্বত্র বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ প্রায় 6 হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়ে নয়াদিল্লিতে ৷ কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে 24টি হেল্প ডেস্ক থাকছে ৷ প্রায় 60-65 হাজার মানুষ আজ এই উদযাপনে অংশ নেবেন ৷ তবে এবছর প্যারেড দেখার জন্য যে পাস দেওয়া হয়েছে তাতে কিউআর কোড (QR Code in Republic Day Pass) আছে ৷ সেটি স্ক্যান করে তবে দর্শকরা প্রবেশ করতে পারবেন ৷ দিল্লি পুলিশের উচ্চাধিকারিক জানিয়েছেন, কোনও বৈধ পাস বা টিকিট ছাড়া কেউ প্যারেড দেখার অনুমতি পাবেন না ৷ 150টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে ৷ এর মধ্যে বেশির ভাগের ফেসিয়াল রেকগনিশন সিস্টেম রয়েছে ৷
আরও পড়ুন: করোনার কাঁটাতেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির আসনে দেশ, জানালেন রাষ্ট্রপতি মুর্মু
