ETV Bharat / bharat

Pulwama Terror Attack: আজ পুলওয়ামা হামলার 3 বছর, টুইটে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Feb 14, 2022, 11:11 AM IST

3 বছর পূর্ণ হল পুলওয়ামা হামলার । তিন বছর আগে আজকের দিনই পুলওয়ামাতে (Pulwama Terror Attack) ভারতীয় সেনা জওয়ানদের উপর চালানো হয়েছিল প্রাণঘাতী হামলা । হামলায় শহিদ হয়েছিলেন 4০ জন সেনা জওয়ান ।

Pulwama Terror Attack
3 বছর পুর্তি পুলওয়ামা হামলার

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: আজ ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন । আজ থেকে তিন বছর আগে এই দিনেই প্রাণ হারিয়ে ছিলেন ভারতের 40 জন সেনা (Pulwama Terror Attack)। অন্যান্য দিনের মতোই শান্ত, স্নিগ্ধ সূর্যোদয়ের সঙ্গে দিন শুরু হয়েছিল । ভারতীয় সেনারা আগে থেকে কোনও ইঙ্গিত পাননি সন্ত্রাসবাদী হামলার । 2019-এ আজকের দিনেই পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ভারতের 40 জন বীর সেনা । পাল্টা আঘাত হানে ভারত (3 years of pulwama attack )। এরপরেই ভারত পাকিস্তানের মাটিতে হামলা করে জঙ্গি নিকেশ করতে । সফল হল ভারতের এয়ারস্ট্রাইক ।

আরও পড়ুন: Controversial comment of Congress MLA over Hijab: হিজাব না-পরলে ধর্ষিত হতে হয়, বিতর্কিত মন্তব্য কর্নাটকের কংগ্রেস বিধায়কের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে পুলওয়ামায় শহিদ ভারতীয় জওযানদের প্রতি শ্রদ্ধা জানান (PM's Tweet)।

  • I pay homage to all those martyred in Pulwama on this day in 2019 and recall their outstanding service to our nation. Their bravery and supreme sacrifice motivates every Indian to work towards a strong and prosperous country.

    — Narendra Modi (@narendramodi) February 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক কি ঘটেছিল ?

2019 এর 14 ফেব্রুয়ারি 2500 জন সিআরপিএফ জওয়ানের 78টি কনভয় 44 নম্বর জাতীয় সড়ক দিয়ে জম্মু থেকে কাশ্মীর যাচ্ছিল । বিকেল 3.015 মিনিট নাগাদ লেথপোরায় অওয়ান্তিপোরা এলাকায় সেনাদের কনভয়ের মধ্য ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি । সিআরপিএফ জওয়ানের 76তম ব্যাটেলিয়ানের গাড়িকে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থলে নিহত হন 40 জন জওয়ান । আহত হন আরও অনেকে । তদন্তে উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের নাম ।

ভরতের প্রত্যুত্তর

এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের উপর একধাক্কায় 200 শতাংশ আমদানি শুল্ক বাড়ানোর নির্দেশ দিয়েছিল ভারত সরকার । সেইসঙ্গে ফিনান্সিয়াল অ্যাকশন টাক্স ফোর্সকে নির্দেশ দেওয়া হয়, পাকিস্তানকে কালো তালিকা ভুক্ত করতে । পাশাপাশি 17 ফেব্রয়ারি জম্মু-কাশ্মীর প্রশাসন বিচ্ছিনতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে ।

ভারতের এয়ারস্ট্রাইক

পুলওয়ামা হামলার পরেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলায় জড়িতদের নিকেশ করার অনুমতি দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে । এরপরেই 2019-এর 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটের খাইবার পাখন্তুনখাওয়ায় জৈশ জঙ্গি সংগঠেনের ডেরায় ভারতের বায়ুসেনা বোমাবর্ষণ করে ধ্বংস করে জঙ্গিঘাঁটি ।

ভারতীয় বায়ুসেনার এই হামলার প্রতিশোধ নিতে 2019 সালের 27 ফেব্রুয়ারি আকাশপথে ভারতে ঢুকে হামলার চেষ্টা চালায় পাকিস্তানের যুদ্ধ বিমান এফ-16 । কিন্তু ভারতীয় বায়ুসেনার তৎপরতায় পাকিস্তানের সেই পরিকল্পনা সফল হয়নি । বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান পাক যুদ্ধবিমান এফ-16কে পিছু ধাওয়া করে ঢুকে পড়ে পাকিস্তানের আকাশসীমায় । ভারতের যুদ্ধ বিমান মিগ -21 গুলি করে নামায় পাকিস্তানের মাটিতে । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমান্তে প্রবেশের দায়ে ঢুকে পড়ায় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করে পাকিস্তান ।

এরপরেই অভিনন্দন বর্তমানকে মুক্তির দাবিতে ভারতের রাষ্ট্রনেতা থেকে শুরু করে গোটা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে । এমনকি হুঁশিয়ারি দেয় রাষ্ট্রসঙ্ঘ । অবশেষে কূটনৈতিক চাপে পড়ে 1 মার্চ অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.