ETV Bharat / bharat

Three Elephants Death: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু কামরূপে

author img

By

Published : Aug 4, 2023, 3:01 PM IST

Three Wild Elephants Die of Electrocution: শুক্রবার অসমের কামরূপে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে তিনটি বন্য হাতির মৃত্যু হয়েছে ৷ ওই তিনটি হাতিই জঙ্গল থেকে লোকালয়ে এসেছিল খাবারের সন্ধানে ৷ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বন দফতর ৷

Representative Image
প্রতীকী ছবি

কামরূপ, 4 অগস্ট: বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হল তিনটি হাতির ৷ ঘটনাটি ঘটেছে অসমের কামরূপে ৷ বন দফতরের তরফে জানা গিয়েছে, তাদের কাছে শুক্রবার সকালে খবর আসে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে যান রানি ফরেস্ট রেঞ্জের পানিচন্দার ঘটনাস্থলে ৷

কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গল থেকে তিনটি হাতি লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়ে ৷ সেই সময়ই হাতিগুলি বিদ্যুৎস্পষ্ট হয় ৷ ঘটনাস্থলেই তিনটি হাতির মৃত্যু হয় ৷ মৃত্যু হওয়া তিনটি হাতিই পূর্ণবয়স্ক কি না, তা জানা যায়নি ৷

বন দফতর সূত্রে খবর, অনেক সময় ফসল বাঁচাতে খেতের চারিদিকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে দেন কৃষকরা ৷ তার জেরে অনেক সময় বন্যপ্রাণীদের মৃত্যু হয়েছে ৷ এক্ষেত্রেও কি তেমন কোনও ঘটনা ঘটেছে ? সেই বিষয়টি বন দফতর খতিয়ে দেখতে শুরু করেছে ৷

তবে কীভাবে ওই তিনটি হাতি বিদ্যুৎস্পষ্ট হল, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ৷ বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া তারেও এই দুর্ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ মনে করছেন ৷ ফলে বন দফতর পুরো বিষয়টি আপাতত খতিয়ে দেখছে ৷ তাই তারা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ৷

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু, শুঁড়ে শকের চিহ্ন স্পষ্ট, তদন্তে বানারহাট থানা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণীর মৃত্যু শুধু অসমের সমস্যা নয় ৷ পশ্চিমবঙ্গেও এই ধরনের একাধিক ঘটনার খবর অতীতে মিলেছে ৷ 2020 সালের 4 মে শিলিগুড়ির গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয় ৷ 2021 সালের 17 নভেম্বর জলপাইগুড়ির বানারহাট ব্লকের মোগলকাটা রাভা বনবস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয় ৷ ফসল বাঁচাতে খেতের পাশে দেওয়া বিদ্যুতের তার থেকেই ওই ঘটনা ঘটে বলে সেই সময় অভিযোগ উঠেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.