ETV Bharat / bharat

রাজস্থানে প্রশিক্ষণের মাঝে অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 জওয়ান

author img

By

Published : Mar 25, 2021, 8:18 PM IST

প্রশিক্ষণ চলাকালীন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন 3 জওয়ান ৷ আহত হয়েছেন আরও 5 জওয়ান ৷ রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ৷ প্রশিক্ষণ চলাকালীন গাড়িতে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে বলে সেনার তরফে জানানো হয়েছে ৷

3-soldiers-charred-to-death-during-rajasthan-training-exercise
রাজস্থানে প্রশিক্ষণের মাঝেই অগ্নিদগ্ধ হয়ে নিহত 3 জওয়ান

জয়পুর, 25 মার্চ : মাঝরাতের প্রশিক্ষণ চলাকালীন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন 3 জওয়ান ৷ সেই সঙ্গে আরও 5 জওয়ান আগুনে পুড়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে তাঁদের গাড়িতে আগুন ধরে গিয়েছিল ৷

এই ঘটনা নিয়ে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, রাত একটা নাগাদ ক্যাম্পের জওয়ানদের যখন রাতের ট্রেনিং টাস্ক দেওয়া হচ্ছিল, ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটে ৷ আহতদের স্থানীয় এমএইচ সুরাতগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিহত ও আহত জওয়ানরা সবাই 47-এডি ভাটিন্ডা উইনিটের সদস্য ছিলেন ৷ এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : পঞ্জাবে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে মৃত 5

আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে শোকপ্রকাশ করেন ৷ তিনি লেখেন, ‘‘শ্রী গঙ্গানগর জেলার সুরাতগড়ের দুর্ঘটনার কথা শুনে খুবই দুঃখিত ৷ ওই ঘটনায় 3 জওয়ান নিহত এবং 5 জন আহত হয়েছেন ৷ নিহত সৈনিকদের পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ তাঁরা এই কঠিন সময়ে লড়ার শক্তি পাক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.