ETV Bharat / bharat

ITBP-Gallantry medals : লাদাখে চিনের চোখে চোখ লড়াইয়ের পুরস্কার পাচ্ছেন 23 আইটিবিপি জওয়ান

author img

By

Published : Aug 14, 2021, 7:26 PM IST

স্বাধীনতা দিবসে আইটিবিপি-র 23 জন জওয়ানকে সাহসিকতার জন্য পুলিশ মেডেল দেওয়া হতে চলেছে ৷ এই প্রথম এতজন আইটিবিপি জওয়ান একসঙ্গে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি পেতে চলেছেন ৷

23-itbp-personnel-win-gallantry-medals-for-eastern-ladakh-heroics
ITBP-Gallantry medals : লাদাখে চিনের চোখে চোখ লড়াইয়ের পুরস্কার পাচ্ছেন 23 আইটিবিপি জওয়ান

নয়াদিল্লি, 14 অগস্ট : 75তম স্বাধীনতা দিবসে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police) বা আইটিবিপি-র 23 জন জওয়ানকে সাহসিকতার জন্য পুলিশ মেডেল দেওয়া হতে চলেছে ৷ এঁদের 20 জন গত বছরের মে-জুন মাসে পূর্ব লাদাখে মোতায়েন ছিলেন ৷ সেখানে নিজের দায়িত্ব পালনে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাঁদের এই মেডেল দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷

সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করার জন্য এই প্রথম এতজন আইটিবিপি (ITBP) জওয়ান একসঙ্গে সাহসিকতার পুরস্কার পেতে চলেছেন ৷ গত বছর 15 জুন গালওয়ানে (Galwan Valley) সাহসিকতা, নির্ভুল পরিকল্পনা এবং কৌশলগত অবস্থান নিয়ে দেশকে রক্ষা করায় আটজনকে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (PMG) বা সাহসিকতার জন্য পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Mahatma Gandhi : মার্কিন কংগ্রেসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গান্ধিজীকে দেওয়ার প্রস্তাব

পূর্ব লাদাখে (Eastern Ladakh) ফিঙ্গার ফোর এলাকায় 2020 সালের 18 মে চিনের (China) সেনার সঙ্গে মুখোমুখি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায় ভারতীয় সেনার (Indian Army) ৷ সেই সময় ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন আইটিবিপি জওয়ানরা ৷ তাঁদের সেই সাহসিকতার জন্য ছ’জনকে পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷ ওই একই দিনে লাদাখের হট স্প্রিংয়ে চিনা সেনার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেই সময় ঘটনাস্থলে থাকা ছ’জন আইটিবিপি জওয়ানকে পুলিশ মেডেল দেওয়া হচ্ছে ৷

বাকি যে তিন আইটিবিপি জওয়ান পুলিশ মেডেল পেতে চলেছেন তাঁরা মাওবাদী অধ্যুষিত ছত্তীশগড়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন ৷

আরও পড়ুন : Narendra Modi : 14 অগস্ট পালিত হবে 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস', ঘোষণা মোদির

যে 23 জন পুলিশ মেডেল পাচ্ছেন, তাঁরা হলেন - রিঙ্কু থাপা (সেকেন্ড ইন কমান্ড), শরৎকুমার ত্রিপাঠি (ডেপুটি কমান্ড্যান্ট), অরবিন্দ কুমার মাহাতো (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), নিতিন কুমার (ইনস্পেক্টর), পাটিল শচীন মোহন (সাব ইনস্পেক্টর), মণীশ কুমার (হেড কনস্টেবল), কাপ্পাস্যামি এম (কনস্টেবল), অক্ষয় আহুজা (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), ধর্মেন্দ্রকুমার বিশ্বকর্মা (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), রবীন্দ্র মহারানা (ইনস্পেক্টর), শিবশঙ্কর তিওয়ারি (হেড কনস্টেবল), মণীশ কুমার (হেড কনস্টেবল), স্ট্যানজিন থিনলেস (কনস্টেবল), বিনোদকুমার শর্মা (কনস্টেবল), কিশোর সিং বিস্ত (কমান্ড্যান্ট), পঙ্কজ শ্রীবাস্তব (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), ঘনশ্যাম সাহু (ইনস্পেক্টর), আশরাফ আলি (কনস্টেবল), মহম্মদ শফকত মির (কনস্টেবল), রিগজিন দাওয়া (কনস্টেবল), রবীন্দর সিং পুনিয়া (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট), কুলদীপ সিং (ইনস্পেক্টর) এবং এস মুথু রাজা৷ এঁদের রিগজিন দাওয়া 2018 সালের জুলাই মাসে যে মাওবাদী দমন অভিযান হয়, তাতে অংশগ্রহণ করেছিলেন ৷

আরও পড়ুন : Militant Killed : বাহিনীর গুলিতে নিকেশ লস্কর জঙ্গি, স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কা

আটিবিপি জওয়ানরা শুধু নিজেদের রক্ষা করেছেন তাই নয়, চিনের পিপলস লিবারেশন আর্মির চোখে চোখ রেখে লড়াই করেছেন ৷ লাল ফৌজকে ভারতের অংশে প্রবেশ করার কোনও সুযোগই দেননি তাঁরা ৷ এমনকী, সারা রাত ধরে লড়াই করার পরও খুব বেশি হতাহত হননি ৷ অত্যন্ত প্রতিকূল পরিবেশে ওই জওয়ানরা 17 থেকে 20 ঘণ্টা টানা লড়াই করে গিয়েছেন ৷ এক মুহূর্তের জন্যও নিজেদের জায়গা ছাড়েননি ৷

আইটিবিপির যাঁরা পূর্ব লাদাখে মোতায়েন ছিলেন, তাঁদের ওই বাহিনীর ডিজি এসএস দেশওয়াল সাহসিকতার জন্য 300 জন জওয়ানকে 2020 সালের সেপ্টেম্বরে ডিরেক্টর জেনারেস কমেন্ডেশন রোল অ্যান্ড ইনসাইনাসে পুরস্কৃত করেছেন ৷

আরও পড়ুন : IAF : লাদাখে বিশ্বের অন্যতম উঁচু চলমান এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ বায়ুসেনার

অন্যদিকে সুবেদার মেজর (অনরারি লেফটেন্যান্ট) যোগেন্দ্র সিং যাদবকে অনারারি ক্যাপ্টেনে হিসেবে সম্মানিত করা হল শনিবার ৷ তিনি পরমবীর চক্র (Param Vir Chakra) আগেই পেয়েছেন ৷ কারগিল যুদ্ধের সময় সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল ৷ যা সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান ৷ যোগেন্দ্র সিং যাদব যখন পরমবীর চক্র পান, তখন তাঁর বয়স মাত্র 19 ৷

এছাড়া ভারতীয় সেনার 337 জন নন-কমিশনড জওয়ানকে অনারারি ক্যাপ্টেন (Honorary Captain) সম্মান দেওয়া হচ্ছে ৷ আর 1358 নন-কমিশনড জওয়ান পাচ্ছেন অনরারি লেফটেন্যান্ট (Honorary Lieutenant) ব়্যাঙ্ক ৷ পূর্ববর্তী বছরে ভালো কাজের জন্য ভারতীয় সেনার অনরারি কমিশন (অনরারি ক্যাপটেন এবং অনারারি লেফটেন্যান্ট) জুনিয়র কমিশন অফিসার (Junior Commissioned Officers ) বা জেসিও-দের (JCOs) এই ব়্যাঙ্ক দেয় ৷ প্রতি বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এটা ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের অনুমতি ছাড়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারে ‘না’ সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.