ETV Bharat / bharat

Militant Killed : বাহিনীর গুলিতে নিকেশ লস্কর জঙ্গি, স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কা

author img

By

Published : Aug 13, 2021, 12:53 PM IST

স্বাধীনতা দিবসের মাত্র দু’দিন আগে সেনাবাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি ৷ বাহিনী সূত্রে খবর, সে লস্কর-ই-তৈবার সদস্য ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কাশ্মীরের কুলগাম জেলার মালপোরা মীরবাজার এলাকায় ৷ স্বাধীনতা দিবসে নাশকতা ঘটানোর জন্য জঙ্গিরা ভারতে ঢুকেছিল বলে আশঙ্কা সেনাবাহিনীর কর্তাদের ৷

Militant killed in J-K encounter; Major tragedy averted before I-Day, says Kashmir IG
Militant Killed : বাহিনীর গুলিতে নিকেশ লস্কর জঙ্গি, স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কা

কুলগাম (জম্মু-কাশ্মীর), 13 অগস্ট : সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিহত জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কাশ্মীরের কুলগাম জেলার মালপোরা মীরবাজার এলাকায় ৷ কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, এদিন সকালে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী ৷ তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই ৷ তবে সেনাবাহিনীর সামনে টিকতে পারেনি সন্ত্রাবাদীরা ৷ বিজয় কুমার জানিয়েছেন, সকাল সাড়ে ন’টার মধ্যেই অভিযান গুটিয়ে ফেলা হয় ৷ স্বাধীনতা দিবসের মাত্র দু’দিন আগে এমন ঘটনা চিন্তা বাড়িয়েছে বাহিনীর কর্তাদের ৷ তাঁদের আশঙ্কা, স্বাধীনতা দিবসে নাশকতা ঘটাতেই ভারতে ঢুকেছিল সন্ত্রাসবাদীরা ৷

আরও পড়ুন : BSF Soldiers Killed : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি হামলা, নিহত দুই বিএসএফ জওয়ান

প্রসঙ্গত, বৃহস্পতিবারই এই এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনাবাহিনী ৷ গুলির লড়াইয়ের মাঝে পড়ে জখম হন দুই সাধারণ নাগরিক ৷ আহত হন সেনাবাহিনীর দুই সদস্যও ৷ প্রাণহানি আটকাতে 22 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু রাত নামার পর অন্ধকারে অভিযান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে ৷ ফলে রাতের মতো অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাহিনীর কর্তারা ৷ পরে শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি ও সংঘর্ষ ৷ তার কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর গুলিতে নিকেশ হয় এক জঙ্গি ৷

ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিজয় কুমার বলেন, ‘‘দুই সাধারণ নাগরিক গুলিতে জখম হয়েছেন ৷ এঁরা হলেন অনন্তনাগের বাসিন্দা সাহিল ইয়াকুব ভাট এবং কুলগামের বাসিন্দা শাহিদ ফারুক শেখ ৷ এছাড়াও সিআরপিএফের এক সদস্য এবং সেনাবাহিনীর এক জওয়ান জখম হয়েছেন ৷’’ আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ দুই বাহিনীর দুই সদস্যই স্থিতিশীল রয়েছেন ৷ তবে সাহিল ইয়াকুব ভাটের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ এদিকে, এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে শ্রীনগরের জাতীয় সড়ক বন্ধ রাখা হলেও শুক্রবার সেটি ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন : Army jawan death : ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি

প্রসঙ্গত, শুক্রবারের এই ঘটনার সূত্রপাত হয় একদিন আগে ৷ বৃহস্পতিবার লস্কর-ই-তৈবার দুই সদস্য বিএসএফের কনভয় লক্ষ্য করে গুলি চালায় ৷ ঘটনাটি ঘটে মীরবাজার এলাকায় ৷ ঘটনার খবর পেয়েই অভিযানে নামে সেনাবাহিনী ৷ বাহিনীর তাড়া খেয়ে আটকে পড়ে দুই জঙ্গি ৷ একটি নির্মীয়মান চারতলা বাড়িতে আশ্রয় নেয় তারা ৷ তারপরই শুরু হয় বাহিনীর সঙ্গে গুলির লড়াই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.