ETV Bharat / state

বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় সিট গঠন সিআইডি'র - Bangladeshi MP Murder Probe

author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 7:55 PM IST

CID Forms SIT in Bangladeshi MP Murder Case: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্তে সিট গঠন করল সিআইডি। নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মাংসের দলা সাংসদের কি না সেটাই জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি আরও কয়েকটি সূত্র ধরে এগোচ্ছে তদন্ত।

CID Forms SIT in Bangladeshi MP Murder Case
রাজ্য গোয়েন্দা দফতর (ইটিভি ভারত)

কলকাতা, 31 মে: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্তে এবার সিট গঠন করল সিআইডি। সিআইডি'র আই-জি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে গঠিত হয়েছে এই টিম । পাশাপাশি আছেন 3 ডিআইজি পদমর্যাদার অফিসার । ইতিমধ্যেই নিউটাউনের একটি ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে 4 কেজি মাংসের দলা ও কিছু চুল উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের গোয়েন্দারা এখন জানতে চান যে, উদ্ধার হওয়া চার কেজির মাংসের দলা কি বাংলাদেশের সাংসদের ? এই তথ্য জানার জন্য এবার সেই মাংসের দলার ডিএ এ পরীক্ষা করাবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

ভবানী ভবন সূত্রের খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে ভারতে আসবেন। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দারাদের একটি টিম কলকাতায় এসেছে। তারা ঘটনাস্থল-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে।সম্প্রতি বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতে আসেন। বরানগরে তাঁর এক পরিচিতের বাড়িতে ওঠেন। পরে সেখান থেকে তিনি নিউটাউনের ফ্ল্যাটে চলে যান। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বরানগরের ওই বাসিন্দা স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন।

পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধার হয়নি। তাঁর দেহের বেশ কয়েকটি টুকুরো করা হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা । শুধু তাই নয়, পরে দেহাংশগুলি অন্যত্র রেখে আসা হয় বলে অনুমান পুলিশের। এই ঘটনা ঘিরে দুই বাংলায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে।

বাংলাদেশে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে দুই বাংলার পুলিশ ও গোয়েন্দারা। শুধু তাই নয়, এই ঘটনার এক অভিযুক্ত নেপালে লুকিয়ে আছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । তার সন্ধানে রাজ্য গোয়েন্দাদের একটি দল নেপালও যেতে পারে বলে শোনা গিয়েছে । তার আগেই গঠিত হল সিট ।

কলকাতা, 31 মে: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্তে এবার সিট গঠন করল সিআইডি। সিআইডি'র আই-জি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে গঠিত হয়েছে এই টিম । পাশাপাশি আছেন 3 ডিআইজি পদমর্যাদার অফিসার । ইতিমধ্যেই নিউটাউনের একটি ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে 4 কেজি মাংসের দলা ও কিছু চুল উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের গোয়েন্দারা এখন জানতে চান যে, উদ্ধার হওয়া চার কেজির মাংসের দলা কি বাংলাদেশের সাংসদের ? এই তথ্য জানার জন্য এবার সেই মাংসের দলার ডিএ এ পরীক্ষা করাবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

ভবানী ভবন সূত্রের খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মেয়ে ভারতে আসবেন। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দারাদের একটি টিম কলকাতায় এসেছে। তারা ঘটনাস্থল-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে।সম্প্রতি বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতে আসেন। বরানগরে তাঁর এক পরিচিতের বাড়িতে ওঠেন। পরে সেখান থেকে তিনি নিউটাউনের ফ্ল্যাটে চলে যান। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বরানগরের ওই বাসিন্দা স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন।

পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধার হয়নি। তাঁর দেহের বেশ কয়েকটি টুকুরো করা হয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা । শুধু তাই নয়, পরে দেহাংশগুলি অন্যত্র রেখে আসা হয় বলে অনুমান পুলিশের। এই ঘটনা ঘিরে দুই বাংলায় কার্যত তোলপাড় পড়ে গিয়েছে।

বাংলাদেশে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে দুই বাংলার পুলিশ ও গোয়েন্দারা। শুধু তাই নয়, এই ঘটনার এক অভিযুক্ত নেপালে লুকিয়ে আছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । তার সন্ধানে রাজ্য গোয়েন্দাদের একটি দল নেপালও যেতে পারে বলে শোনা গিয়েছে । তার আগেই গঠিত হল সিট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.