ETV Bharat / bharat

Return to Congress: রাহুলেই আস্থা আজাদপন্থীদের ! কংগ্রেসে ফিরলেন 17 জন

author img

By

Published : Jan 6, 2023, 2:49 PM IST

17 Senior Leaders Return to Congress from Democratic Azad Party
ফাইল ছবি ৷

গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) ডেমোক্র্য়াটিক আজাদ পার্টি (Democratic Azad Party) ছেড়ে কংগ্রেসে ফিরলেন 17 জন প্রবীণ নেতা (17 Senior Leaders Return to Congress) ৷ নেপথ্য়ের কারণ কী ?

নয়াদিল্লি, 6 জানুয়ারি: নতুন দল গড়ে লড়াই শুরু করতে না করতেই বড় ধাক্কা খেলেন কংগ্রেসের প্রাক্তন নেতা তথা ডেমোক্র্য়াটিক আজাদ পার্টির (Democratic Azad Party) প্রধান গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ তাঁর দল ছেড়ে শুক্রবার কংগ্রেসে ফিরলেন 17 জন প্রবীণ নেতা (17 Senior Leaders Return to Congress) ৷ প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) জেরে রোজই খবরে থাকছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কাশ্মীরে ৷ আগামী 20 জানুয়ারি জম্মু-কাশ্মীরে পৌঁছনোর কথা রয়েছে ভারত জোড়ো যাত্রীদের ৷ তার ঠিক আগেই এমন ঘটনা ঘটায় কংগ্রেস শিবির আরও চাঙ্গা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

উল্লেখ্য, মূলত রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস ছেড়েছিলেন গুলাম নবি আজাদ ৷ তার আগে পর্যন্ত শতাব্দী প্রাচীন এই দলে পাঁচ দশক কাটিয়েছিলেন তিনি ৷ আর এবার সেই রাহুল গান্ধিরই নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিলেন আজাদের 17 জন 'অনুগামী' ! 'ঘরে ফেরা' ওই 17 জনের বক্তব্য হল, কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া তাঁদের রাজনৈতিক জীবনের বিরাট ভুল ছিল ! অতিরিক্ত আবেগের বশেই তাঁরা নাকি এমন পদক্ষেপ করে ফেলেছিলেন !

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা সফল হোক, রাম মন্দিরের পুরোহিত চিঠি দিলেন রাহুলকে

এদিকে, কংগ্রেসে ফেরা ওই 17 জনকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন দলের প্রবীণ নেতা কে সি বেণুগোপাল ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ওঁদের স্বাগত জানাচ্ছি ৷ এটা তো আসলে ওঁদের ঘরে ফেরা ! আর এই ঘটনা সবেমাত্র শুরু হল ! যাঁরা ভারতের ঐক্যে বিশ্বাসী এমন বহু মানুষ আগামী দিনে যাত্রায় যোগদান করবেন ৷" প্রসঙ্গত, যে 17 জন আজাদের দল ছেড়ে কংগ্রেসে ফিরলেন, তাঁদের মধ্যে রয়েছেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ, প্রাক্তন বিধায়ক বলবন্ত সিং এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীরজাদা মহম্মদ সইদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.