ETV Bharat / bharat

অন্ধকূপে শ্রমিক উদ্ধারে ইঁদুর-গর্ত! 'খুব ভালো কাজ হচ্ছে', বললেন আন্তর্জাতিক মাইক্রো টানেল বিশেষজ্ঞ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 8:21 AM IST

Updated : Nov 28, 2023, 2:37 PM IST

ETV Bharat
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে চলছে উদ্ধারকাজ

Silkyara Tunnel Rescue: সিল্কিয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকদের আজ 17তম দিন ৷ এবার ভার্টিকাল বা উল্লম্ব ড্রিলিং শুরু হয়েছে ৷ পাশাপাশি চলছে ম্যানুয়াল ড্রিলিং ৷ প্রধানমন্ত্রী আশ্বাস দিলেন, যে কোনও উপায়ে হোক, সবাইকে উদ্ধার করা হবে ৷

উত্তরকাশীর সিল্কিয়ারায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ চলছে

উত্তরকাশী ও নয়াদিল্লি, 28 নভেম্বর: যতদিন এগোচ্ছে আশঙ্কা বেড়ে যাচ্ছে। এবার আশার আলো ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তি। উত্তরকাশীর সিল্কিয়ারায় শ্রমিক উদ্ধারে চলছে ভার্টিকাল বা উল্লম্বভাবে টানেলের উপর থেকে ড্রিলিংয়ের কাজ ৷ 86 মিটারের মধ্যে সোমবার 36 মিটার পর্যন্ত ড্রিলিং করা হয়েছে ৷ বাকি অংশটি খোঁড়ার জন্য ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তির সাহায্য নিতে হবে জানা গিয়েছে ৷

শেষ 10-12 মিটার পর্যন্ত খোঁড়ার কাজে 12 জন ব়্যাট হোল মাইনিং বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন ৷ যাঁরা ছোট ছোট দলেব ভাগ করে খননকাজ করবেন। ইঁদুরের মতো সরু গর্ত খুঁড়ে শ্রমিক উদ্ধারের পথ প্রশস্ত করবে এই ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তি। জানা যাচ্ছে, এই গর্তে একজন মানুষ যেতে পারে ৷

গত শুক্রবার অগার মেশিন ভেঙে তার যন্ত্রাংশ আটকে যায় ৷ এরপর অগার মেশিনের সাহায্যে অনুভূমিক ড্রিলিং বন্ধ করে দেওয়া হয় ৷ তার বদলে ম্যানুয়াল ড্রিলিংয়ে কাজ হচ্ছে ৷ ব়্যাট-হোল মাইনিং প্রযুক্তিও পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছে।

  • सरकार और तमाम एजेंसियों मिलकर उन्हें संकट से बाहर निकालने में कोई कोर कसर बाकी नहीं छोड़ रही हैं।

    लेकिन इस राहत और बचाव अभियान को हमें बहुत सतर्कता से ही पूरा करना है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় সরকার এবং উদ্ধারকারী এজেন্সিগুলি একসঙ্গে কাজ করছে ৷ উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিককে বের করে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ অন্যদিকে, দেব দীপাবলি উৎসবে আটকে থাকা শ্রমিকদের জন্য় বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সন্ধ্যায় তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আজ দেবতাদের কাছে প্রার্থনা করার সময় মানুষের কল্যাণের কথা জানিয়েছি ৷ ওই প্রার্থনায় শ্রমিক ভাইদের কথাও বলেছি ৷ তাঁরা বিগত 2 সপ্তাহ ধরে উত্তরাখণ্ডের একটি টানেলে আটকে রয়েছেন ৷"

এদিকে টানেলে ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ 50 মিটার ছাড়িয়ে গিয়েছে ৷ মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিশ কুপার বলেন, "গতকাল রাতে খুব ভালো কাজ হয়েছে ৷ আমরা 50 মিটার পেরিয়ে গিয়েছি ৷ এবার আর 5-6 মিটার পর্যন্ত যেতে হবে ৷ গতরাতে আমাদের কাজে কোনও বাধা আসেনি ৷ খুব ভালো কাজ হচ্ছে ৷"

  • #WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Visuals from the Silkyara tunnel where the operation to rescue 41 workers is ongoing.

    First visuals of manual drilling ongoing inside the rescue tunnel. Auger machine is being used for pushing the pipe. So far about 2 meters of… pic.twitter.com/kXNbItQSQR

    — ANI (@ANI) November 28, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

12 নভেম্বর থেকে 16 দিন ধরে টানেলে আটকে রয়েছেন শ্রমিকরা ৷ সোমবার থেকে হাতেই ধ্বংসস্তূপ ভাঙার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. আগামী 10 বছরে উত্তরাখণ্ডে প্রস্তাবিত 66টি টানেল! শ্রমিক-দুর্ঘটনার পর গবেষণায় জোর বিজ্ঞানীদের
  2. টানেলে আটকে থাকা শ্রমিকদের কোন পদ্ধতিতে বের করা হবে? রইল এনডিআরএফের মহড়ার ভিডিয়ো
  3. 16 দিন পেরিয়ে আশার আলো! টানেলে আটক শ্রমিকদের উদ্ধারে 19.2 মিটার উল্লম্ব ড্রিলিংয়ের কাজ শেষ
Last Updated :Nov 28, 2023, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.