টানেলে আটকে থাকা শ্রমিকদের কোন পদ্ধতিতে বের করা হবে? রইল এনডিআরএফের মহড়ার ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 2:11 PM IST

thumbnail

Uttarkashi Tunnel Rescue NDRF Mock Drill: আজই কি বের করে আনা যাবে টানেলে আটকে থাকা শ্রমিকদের ? শুক্রবার সকালে এই আশ্বাস দিয়েছেন উদ্ধারকারী দলের অন্যতম শীর্ষ আধিকারিক ভাস্কর খুলবে ৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রাক্তন উপদেষ্টা আরও জানিয়েছেন আর মাত্র 12-14 মিটার পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ বাকি ৷ তা মিটলে আজ সন্ধ্যাতেই শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে ৷ 12 দিনেরও বেশি সময় ধরে টানেলে আটকে রয়েছেন 41 জন শ্রমিক ৷ তাঁদের কীভাবে বের করে আনা হবে ? সেই মহড়া দিলেন এনডিআরএফের কর্মীরা ৷

ইতিমধ্যে 800 মিমি ব্যাসের বেশ কয়েকটি স্টিলের পাইপ দিয়ে শ্রমিকদের বেরবার রাস্তা তৈরি হয়েছে ৷ সেই কাজ এখনও চলছে ৷ একটি চাকা লাগানো স্ট্রেচারে একজন শ্রমিক ওই পাইপের রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবে ৷ এনডিআরএফ কর্মীরা সেটাই করে দেখালেন ৷ ওই পাইপের মধ্যে দিয়ে আসতে কোনও অসুবিধে হচ্ছে কি না, সেখানে বাতাস চলাচল ঠিকঠাক হচ্ছে কি না, শ্বাসক্রিয়ায় কোনও সমস্যা হচ্ছে কি না- এই বিষয়গুলি ভালোভাবে খতিয়ে দেখার জন্য এই মহড়া দিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীরা কর্মীরা ৷ একজন এনডিআরএফ কর্মী ওই স্ট্রেচারে শুয়ে পাইপের মধ্যে দিয়ে ভিতরে গেলেন এবং বেরিয়ে আসার মাধ্যমে পুরো পদ্ধতিটি যাচাই করে নিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.