ETV Bharat / bharat

দেশে এক ধাক্কায় কমল মৃত্যু

author img

By

Published : Mar 2, 2021, 11:59 AM IST

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 12 হাজার 286 জন ৷ মৃত্যু হয়েছে 91 জনের ৷

ছবি
ছবি

দিল্লি, 2 মার্চ : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 12 হাজার 286 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 15 হাজার 510 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 11 লাখ 24 হাজার 527 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 91 জনের মৃত্যু হয়েছে । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 57 হাজার 248 জনের । গত 24 ঘণ্টায় 12 হাজার 464 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 11 লাখ 24 হাজার 527 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 68 হাজার 358 ।

  • India reports 12,286 new #COVID19 cases, 12,464 discharges and 91 deaths in the last 24 hours, as per the Union Health Ministry

    Total cases: 1,11,24,527
    Total discharges: 1,07,98,921
    Death toll: 1,57,248
    Active cases: 1,68,358

    Total Vaccination: 1,48,54,136 pic.twitter.com/ziRZ3NcFrR

    — ANI (@ANI) March 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে করোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 21 লাখ 61 হাজার 467 জন । সুস্থ হয়ে উঠেছে 20 লাখ 34 হাজার 458 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 10 লাখ 61 হাজার 341 জন । সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 8 হাজার 972 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 51 হাজার 600 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 33 হাজার 421 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.