ETV Bharat / bharat

Minor Girl Delivers Baby: 12 বছরেই সন্তানের জন্ম দিল নির্যাতিতা, পকসো আইনে তদন্ত পুলিশের

author img

By

Published : May 27, 2023, 11:06 PM IST

12 year old girl delivers baby
12 বছর বয়সী মেয়ে জন্ম দিল সন্তানের

পঞ্জাবের অমৃতসরে নক্কারজনক ঘটনা ৷ 12 বছরের এক নির্যাতিতা জন্ম দিয়েছে সন্তানের ৷ পুলিশের অনুমান বাচ্চাটি ধর্ষণের শিকার ৷

12 বছর বয়সি মেয়ে জন্ম দিল সন্তানের

অমৃতসর, 27 মে: এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল দেশ ৷ 12 বছর বয়সের এক নির্যাতিতা জন্ম দিয়েছে সন্তানের ৷ এই ঘটনা সামনে আসায় তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই ৷ অমৃতসরের গুরু নানক দেব হাসপাতালের এই ঘটনা সামনে আসায় উঠেছে নিন্দার ঝড় ৷ অবাক হয়েছেন বাড়ির লোকেরাও ৷ ঘটনায় ধর্ষণের অনুমান ফাগওয়ারা পুলিশের ৷ শুরু হয়েছে তদন্ত ৷ এক মেয়ে মা হয়েছে ৷ 7 মাস ধরে পেটে ব্যাথা হচ্ছিল তার ৷ কিন্তু সে বুঝতে পারেনি ৷ অবশেষে, বাচ্চার জন্ম হতেই সত্যিটা সামনে এসেছে সকলের ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ফাগওয়াড়ার বাসিন্দা নির্যাতিতা মেয়েটি দীর্ঘ সাত মাস ধরে পেটের যন্ত্রণায় ভুগছিল ৷ তার পরিবারে বাবা ছাড়া আর কেউ নেই ৷ ফলে মেয়ের কেন পেটে যন্ত্রণা হচ্ছে তা জানতেও পারেননি বাবা ৷ আসল ঘটনাটা সামনে আসে শনিবার ৷ মেয়ের অবস্থা বেগতিক দেখে বাবা তাকে নিয়ে আসে গুরু নানক দেব হাসপাতালে ৷ পেটে যন্ত্রণা নিয়ে ভরতি হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখে অবাক হয়ে যান ৷ তারা জানতে পারেন মেয়েটি সন্তানসম্ভবা ৷ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷ কিন্তু তার আগেই মেয়েটিও এক সন্তানের জন্ম দেন ৷ হাসপাতালের তরফ থেকে সমাজসেবী সংস্থা হিন্দ সমাজ একতাকে মেয়েটি ও তার বাচ্চার দেখভালের দায়িত্ব দেওয়া হয় ৷

সংস্থার আধিকারিক সন্তোশ কুমার জানিয়েছেন, মেয়েটির বাবার বয়ান অনুযায়ী, তিনি মেয়েটিকে সাত মাস ধরে পেটে ব্যাথার ওষুধ খেতে দিয়েছিলেন ৷ তিনিও হাসপাতালে আসার পরেই জানতে পেরেছেন, তাঁর মেয়ে আসলে সন্তানসম্ভবা ছিল ৷ কুমারি জ্যোতি ডিম্পল সংস্থার আর এক আধিকারিক বলেন, "নির্যাতিতার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তার মা দু'বছর আগেই চলে গিয়েছে ৷ নির্যাতিতা মেয়েটিকে হুমকি দিয়েছিল, কাউকে কিছু না বলার জন্য ৷ সেই কারণে সে বাবাকে কিছু বলেনি ৷ এমনকি সে নিজেও জানে না, তার সঙ্গে এই ধরনের অপরাধ কে বা কারা করেছে ৷ সে তাদের দেখলে চিনতে পারবে ৷ এই ঘটনা তার সঙ্গে হয়েছে যখন সে বাড়ির বাইরে বাথরুমে গিয়েছিল ৷"

আরও পড়ুন: মিড ডে মিলে সাপ, বিহারে খাবার খেয়ে অসুস্থ 25 শিশু

তিনি আরও জানিয়েছেন, প্রি-ম্যাচিওরড বাচ্চার জন্ম দিয়েছে নির্যাতিতা ৷ ফলে শিশুটিকে এই মুহূর্তে রাখা হয়েছে আইসিইউ-তে ৷ শিশুটির অবস্থা আশঙ্কাজনক ৷ বাচ্চাটির ওজন হয়েছে মাত্র 800 গ্রাম ৷ অন্যদিকে বাচ্চার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ ঘটনায় ইতিমধ্যেই ফাগওয়ারা পুলিশ অমৃতসর পৌঁছেছে ৷ নির্যাতিতা মেয়েটির বয়ান নিয়েছে পুলিশ ৷ পকসো আইনের অধীনে শুরু হয়েছে তদন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.