ETV Bharat / bharat

115 কৃষক দিল্লির বিভিন্ন কারাগারে বন্দী, দাবি কেজরিওয়ালের

author img

By

Published : Feb 3, 2021, 8:35 PM IST

সাধারণতন্ত্র দিবসের পর দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের অনেকেরই খোঁজ মিলছে না৷ অভিযোগ, তাঁদের অনেককেই দিল্লির বিভিন্ন কারাগারে বন্দী করে রাখা হয়েছে৷ দিল্লির মুখ্য়মন্ত্রীর দাবি, বন্দী 115 জন কৃষকের নামের তালিকা রয়েছে তাঁর সরকারের কাছে৷

115 farmers lodged in Delhi jails: Kejriwal
115 জন কৃষক দিল্লির বিভিন্ন কারাগারে বন্দি, দাবি কেজরিওয়ালের

দিল্লি, 3 ফেব্রুয়ারি : সাধারণতন্ত্র দিবসে হিংসার পর অনেক কৃষককে কারাগারে বন্দী করা হয়েছে৷ বন্দী কৃষকদের একটি তালিকা তাঁর কাছেও রয়েছে বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের৷

আজ সাংবাদিকদের কেজরিওয়াল জানান, মঙ্গলবার বিকেলেই তাঁর দ্বারস্থ হন আন্দোলনরত কৃষক নেতারা৷ নিখোঁজ কৃষকদের যাতে খুঁজে বের করা যায়, সেই বিষয়েই দিল্লির মুখ্য়মন্ত্রীর সাহায্য় চান তাঁরা৷

দিল্লি সরকারের কাছে 115 জন নিখোঁজ কৃষকের তালিকা আছে বলেও জানান কেজরিওয়াল৷ এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গতকাল একদল কৃষকনেতা আমার কাছে এসেছিলেন৷ নিখোঁজ কৃষকদের সন্ধান পেতে দিল্লি সরকারের সাহায্য চেয়েছেন তাঁরা৷ যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁদের পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন৷ দিল্লির বিভিন্ন সংশোধনাগারে যে কৃষকদের আটকে রাখা হয়েছে, তাঁদের নামের তালিকা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে দিল্লি সরকার৷’’

আরও পড়ুন: দিল্লি-হরিয়ানা সীমানা থেকে নিখোঁজদের খোঁজে হেল্পলাইন নম্বর চালু পঞ্জাব সরকারের

পাশাপাশি, কেজরিওয়াল নিজে আশ্বাস দিয়েছেন, নিখোঁজ কৃষকদের সন্ধান পেতে প্রয়োজনে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রের সঙ্গেও কথা বলবেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.