পশ্চিমবঙ্গ

west bengal

Click Here-এ ক্লিক করবেন কি ? ভাইরাল পোস্টের মানে জানলে অবাক হবেন - CLICK HERE on X

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 5:32 PM IST

Click Here Trend: এক্স হ্যান্ডেলের Click Here পোস্ট নিয়ে বিব্রত হচ্ছেন। বিষয়টা কী জানেন? এই পোস্টের অর্থ বা কেন এটা করা হচ্ছে জানুন এই প্রতিবেদনে ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 31 মার্চ: Click Here ... অর্থাৎ এখানে ক্লিক করুন ৷ শনিবার রাত থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই লেখা ৷ সকল এক্স ব্যবহারকারীর মনে এখন একটাই প্রশ্ন সাদা ব্যাকগ্রাউন্ডে কালো রঙের Click Here লেখাটার অর্থ কী ৷ কেনই বা এটি লেখা হয়েছে ৷

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে বড় কালো অক্ষরে লেখা আছে 'এখানে ক্লিক করুন' (Click Here)। এর সঙ্গে, একটি তীর চিহ্ন রয়েছে এবং নীচে বাঁ পাশে হালকা রঙে 'ALT' লেখা রয়েছে ৷ এমন পরিস্থিতিতে, আপনি ALT-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি বার্তা বা ক্যাপশন আসবে ।

Click Here-লেখা বিজেপি যে ছবিটি শেয়ার করেছে সেখানে আপনি ALT-এ ক্লিক করলে 'ফির একবার মোদি সরকার' লেখাটি দেখা যাবে ৷ কিন্তু ALT-এ ক্লিক না করলে, এর পিছনের বার্তা বা ক্যাপশনটি দেখা হবে না ।

Click Here অর্থাৎ, এখানে ক্লিক করুন ৷ এটি এক্সে অনেক দিন আগে শুরু হয়েছিল । এটি শেয়ার করে, ব্যবহারকারীরা ফটো সম্পর্কে কিছু লিখতে পারেন । এই পাঠ্য বৈশিষ্ট্যটি ব্যবহার করে, আপনি এক লাইনের ক্যাপশনের পাশাপাশি হাজার শব্দ পর্যন্ত বার্তা লিখতে পারেন । এটি শুধুমাত্র ফটোর ক্ষেত্রেই উপলব্ধ, ভিডিয়োর সঙ্গে নয় ৷

আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার হিসেবে দেশের অনেক বড় দল এক্সের এই ধারাটি ব্যবহার করছে । ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি, শিবসেনা, কংগ্রেসের পাশাপাশি সোশাল মিডিয়া ব্যবহারকারীরাও এটি নির্বিচারে ব্যবহার করছেন । আপনিও যদি এক্সের এই নতুন বৈশিষ্ট্যটি নিয়ে খুশি হন এবং আবেদন করতে চান, তাহলে আপনি এর জন্য কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন ৷

  • যখন আপনি এক্সে পোস্ট করার জন্য একটি ফটো আপলোড করেন, তখন আপনি ছবির পাশে +ALT দেখতে পাবেন ।
  • +ALT-এ ক্লিক করে, আপনি যে কোনও ক্যাপশন বা বার্তা লিখে সংরক্ষণ করতে পারেন, যা সেই ছবির সঙ্গে যুক্ত থাকবে ।
  • এরপরে, আপনি যখন ছবিটি শেয়ার করবেন, তখন ALT-এ ক্লিক করার পরে, এর ভিতরে থাকা বার্তা বা ক্যাপশনটি আপনার ভক্ত বা জনসাধারণকে দেখানো হবে ।
  • বিশেষ বিষয় হল এখানে ক্লিক করুন ফিচারটি মোবাইল এবং ল্যাপটপ উভয়ক্ষেত্রেই ব্যবহার করা যাবে ।

আরও পড়ুন :

  1. এবার আইফোনের মতো অ্যান্ড্রোয়েড ফোনেও হোয়াটসঅ্যাপে মিলবে এই দারুণ ফিচার
  2. সোশাল মিডিয়া থেকে মুখ ফেরাচ্ছে জেন জেড! অ্যাকাউন্ট মুছে ফেলার প্রবণতায় এগিয়ে ইনস্টাগ্রাম-ফেসবুক-স্ন্যাপচ্যাট

ABOUT THE AUTHOR

...view details