ETV Bharat / technology

এবার আইফোনের মতো অ্যান্ড্রোয়েড ফোনেও হোয়াটসঅ্যাপে মিলবে এই দারুণ ফিচার - Whatsapp Rolls Out New Update

Whatsapp Rolls Out New Update: নতুন আপডেট হোয়াটসঅ্যাপে ৷ নীচে থাকবে নেভিগেশন বার ৷ তার ফলে বুড়ো আঙুলের সাহায্যে সহজেই মেসেজ করতে পারেন ব্য়বহারকারীরা ৷ নতুন এই আপডেট সম্পর্কে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে হোয়াটঅ্যাপের পক্ষ থেকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 9:41 PM IST

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 30 মার্চ: হোয়াটঅ্যাপে বড় পরিবর্তন ৷ আইওএস বা আইফোন ব্যবহারকারীদের মতো নীচে চালু হল নেভিগেশন বার ৷ এতদিন পর্যন্ত আই ফোন ব্যবহারকারীদের হোয়াটঅ্যাপে এই ফিচার থাকত ৷ নতুন আপডেটের পর অ্যান্ড্রয়েট ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ৷ যদিও হোয়াটঅ্যাপের নতুন আপডেট অনেক আগেই এসেছিল ৷ কোনও কোনও ব্যবহারকারীর এই আপডেটের সুবিধা পাচ্ছিলেন না ৷ এবার থেকে সকল অ্যান্ড্রয়েড হোয়াটঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করকে পারবেন ৷ শনিবার এক্স হ্যান্ডেলে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷ এই নেভিগেশন বারে 'কমিউনিটি' নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে ৷

আজ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি টুইট করে জানানো হয়েছে নতুন পরিবর্তনের কথা ৷ নতুন নেভিগেশন টুলে 'স্টাটাস' ফিচারটির পরিবর্তে 'আপডেট' নামে একটি ফিচার যোগ করা হয়েছে ৷ হোয়াটঅ্যাপ ব্যাবহারকারীরা নতুন এই নেভিগেশন বারে এবার 'চ্যাটস', 'আপডেট', 'কমিউনিটি', 'কল' ফিচারটি যুক্ত হয়েছে ৷ তবে আইফোনের মতো সেটিংস ফিচারটি যুক্ত করা নেভিগেশন বারে হয়নি নতুন আপডেটে ৷

নতুন এই ফিচার সম্পর্কেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নেভিগেশন বারটি এখন বুড়ো আঙুলের কাছাকাছি রাখা হয়েছে ৷ সাধারণত আইফোনে নীচের বারে এই ফিচার থাকে ৷ তার ফলে ব্যাবহারকারীরা সহজে কাউকে ম্যাসেজ পাঠাতে পারেন ৷ সাধারণত বুড়ো আঙুল দিয়ে দ্রুত আইকনগুলিতে স্পর্শ্ব করে ব্যবহার করা যাবে ফিচারগুলি ৷ সাধারণ মানুষের সুবিধার্থে এই ফিচারে পরিবর্তন করা হয়েছে ৷ নতুন ডিজাইন হোয়াটঅ্যাপ ব্যবহারকারীদের ভালো লাগবে বলে মনে করা হচ্ছে ৷

তবে ইতিমধ্যেই হোয়াটঅ্যাপে এই নতুন ফিচারটিকে কেউ কেউ ভালো বললেও বেশ কয়েকজন নতুন আপডেটে সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন ৷ এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, "নতুন এই আপডেটটি বেশ জটিল ৷ ব্যবহারকারীদের দোলাচলে ফলে দিচ্ছে ৷ অনেকেই বুঝতে পারছেন না কীভাবে ব্যবহার করবেন ৷" কেউ কেউ আবার এই নতুন আপডেটটিকে সাদরে গ্রহণ করেছেন ৷ অন্য একজন ব্যবহারকারী পোস্ট করেছেন, " আপডেটটি আমার ভালো লাগছে। ধন্যবাদ।"

আরও পড়ুন:

  1. হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে এক্স আনল অডিয়ো-ভিডিয়ো কল, জেনে নিন নতুন ফিচার
  2. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স
  3. হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও, কীভাবে ?

হায়দরাবাদ, 30 মার্চ: হোয়াটঅ্যাপে বড় পরিবর্তন ৷ আইওএস বা আইফোন ব্যবহারকারীদের মতো নীচে চালু হল নেভিগেশন বার ৷ এতদিন পর্যন্ত আই ফোন ব্যবহারকারীদের হোয়াটঅ্যাপে এই ফিচার থাকত ৷ নতুন আপডেটের পর অ্যান্ড্রয়েট ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন ৷ যদিও হোয়াটঅ্যাপের নতুন আপডেট অনেক আগেই এসেছিল ৷ কোনও কোনও ব্যবহারকারীর এই আপডেটের সুবিধা পাচ্ছিলেন না ৷ এবার থেকে সকল অ্যান্ড্রয়েড হোয়াটঅ্যাপের নতুন ফিচার ব্যবহার করকে পারবেন ৷ শনিবার এক্স হ্যান্ডেলে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷ এই নেভিগেশন বারে 'কমিউনিটি' নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে ৷

আজ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি টুইট করে জানানো হয়েছে নতুন পরিবর্তনের কথা ৷ নতুন নেভিগেশন টুলে 'স্টাটাস' ফিচারটির পরিবর্তে 'আপডেট' নামে একটি ফিচার যোগ করা হয়েছে ৷ হোয়াটঅ্যাপ ব্যাবহারকারীরা নতুন এই নেভিগেশন বারে এবার 'চ্যাটস', 'আপডেট', 'কমিউনিটি', 'কল' ফিচারটি যুক্ত হয়েছে ৷ তবে আইফোনের মতো সেটিংস ফিচারটি যুক্ত করা নেভিগেশন বারে হয়নি নতুন আপডেটে ৷

নতুন এই ফিচার সম্পর্কেই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নেভিগেশন বারটি এখন বুড়ো আঙুলের কাছাকাছি রাখা হয়েছে ৷ সাধারণত আইফোনে নীচের বারে এই ফিচার থাকে ৷ তার ফলে ব্যাবহারকারীরা সহজে কাউকে ম্যাসেজ পাঠাতে পারেন ৷ সাধারণত বুড়ো আঙুল দিয়ে দ্রুত আইকনগুলিতে স্পর্শ্ব করে ব্যবহার করা যাবে ফিচারগুলি ৷ সাধারণ মানুষের সুবিধার্থে এই ফিচারে পরিবর্তন করা হয়েছে ৷ নতুন ডিজাইন হোয়াটঅ্যাপ ব্যবহারকারীদের ভালো লাগবে বলে মনে করা হচ্ছে ৷

তবে ইতিমধ্যেই হোয়াটঅ্যাপে এই নতুন ফিচারটিকে কেউ কেউ ভালো বললেও বেশ কয়েকজন নতুন আপডেটে সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন ৷ এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, "নতুন এই আপডেটটি বেশ জটিল ৷ ব্যবহারকারীদের দোলাচলে ফলে দিচ্ছে ৷ অনেকেই বুঝতে পারছেন না কীভাবে ব্যবহার করবেন ৷" কেউ কেউ আবার এই নতুন আপডেটটিকে সাদরে গ্রহণ করেছেন ৷ অন্য একজন ব্যবহারকারী পোস্ট করেছেন, " আপডেটটি আমার ভালো লাগছে। ধন্যবাদ।"

আরও পড়ুন:

  1. হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে এক্স আনল অডিয়ো-ভিডিয়ো কল, জেনে নিন নতুন ফিচার
  2. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স
  3. হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও, কীভাবে ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.