পশ্চিমবঙ্গ

west bengal

100 দিনের টাকা ফেরাতে আট সদস্যের টাস্ক ফোর্স গড়ল রাজ্য

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 8:47 PM IST

Task Force for Pay Dues: 100 দিনের টাকা যাঁরা পাননি, তাঁদের টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, সেই কারণে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার ৷ টাস্ক ফোর্সে আটজন সদস্য় থাকবেন ৷ নেতৃত্বে থাকবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন ৷

Nabanna
নবান্ন

কলকাতা, 20 ফেব্রুয়ারি: একশো দিনের কাজের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু এই টাকা যাতে সঠিক প্রাপকদের হাতে পৌঁছয়, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার । মঙ্গলবার নবান্নের তরফ থেকে 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হল । এই আট সদস্যের টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন । যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 26 ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই হল রাজ্যের 27 লক্ষ যোগ্য প্রাপকের হাতে পৌঁছে যাবে এই টাকা ।

রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে গত দুই বছরের বেশি সময় ধরে রাজ্যের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কেন্দ্রকে সব ধরনের তথ্য দেওয়ার পরও আজও সেই টাকা চালু হয়নি । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 100 দিনের কর্মীদের বকেয়া তিনি ফিরিয়ে দেবেন । আর সেটা কার্যকর করতেই তৎপর রাজ্য প্রশাসন ।

এই লক্ষ্যে প্রথম ধাপে প্রাপকদের নাম নিশ্চিত করার কাজ চলছে । প্রাথমিক সমীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে এই উপভোক্তাদের বেছে নেবে রাজ্য সরকার । এক্ষেত্রে রাজ্য সরকার সতর্ক কোনোভাবেই যাতে ভুয়ো জবকার্ড হোল্ডারদের হাতে টাকা না চলে যায় এবং যোগ্য প্রাপকরাই যাতে টাকা পায় । তার জন্য একাধিকবার যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে ।

পরবর্তী ধাপে বঞ্চিতদের তালিকায় আধার সংযোগ না থাকা এমন জবকার্ডধারীদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করা হয়েছে । মূলত, সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্ঝঞ্ঝাটে সম্পন্ন করা যায়, সেই জন্যই এই টাস্ক ফোর্স বলে রাজ্য প্রশাসনের তরফে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. একশো দিনের কাজের পর আবাস যোজনার বকেয়া টাকাও মেটাতে তৈরি রাজ্য, ঘোষণা মমতার
  2. কেন্দ্রের বঞ্চনা, বকেয়া আদায়ের দাবিতে ধরনায় মুখ্যমন্ত্রী মমতা
  3. 21 ফেব্রুয়ারি নয়, মার্চে দেওয়া হবে 100 দিনের কাজের টাকা; বিধানসভায় ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details