ETV Bharat / state

ফোনে প্রেমিকের সঙ্গে ঝগড়া! অভিমানে আত্মঘাতী নাবালিকা পড়ুয়া - Student Dies by Sucide

Student Suicide: প্রেমে প্রত্যাঘাত! গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা স্কুল ছাত্রীর। নাবালক পড়ুয়ার শাস্তির দাবিতে সরব পরিবার ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 10:40 PM IST

Student Suicide
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

কান্দি (মুর্শিদাবাদ), 15 জুন: প্রেমিকের সঙ্গে ঝগড়া ৷ অভিমানে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায় ৷

নাবালিকা ছাত্রীর মা বলেন, "গ্রামের পাশের বাড়ির ছেলের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত মেয়ে ৷ তার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ তবে বিষয়টা প্রথমে জানতে পারিনি ৷ শুক্রবার বিকেল থেকে ফোনে ছেলেটির সঙ্গে বারবার ঝগড়া করছিল ৷ তারপর কী হয়েছে জানি না ৷ সেদিন থেকেই বারবার আত্মহত্যার করার চেষ্টা করছিল ৷ এরপর আচমকাই চোখের আড়াল হতে আজ সকালে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ৷"

মৃতের পরিবারের অভিযোগ, যে ছেলেটির সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, সেই আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। সেই ছেলেটির শাস্তির দাবি করেছে পরিবার ৷ ইতিমধ্যেই মেয়েটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, পড়াশোনায় ভালো ছিল মেয়েটি ৷ সবার সঙ্গে কুব ভালো ব্যবহার ছিল তার ৷ একটি মেয়ের জীবন এইভাবে শেষ হওয়ায় স্তম্ভিত তারাও ৷ ছেলেটি যদি সত্যিই দোষ করে থাকে, তার বিচার করতে হবে বলে দাবি গ্রামবাসীদের ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

কান্দি (মুর্শিদাবাদ), 15 জুন: প্রেমিকের সঙ্গে ঝগড়া ৷ অভিমানে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায় ৷

নাবালিকা ছাত্রীর মা বলেন, "গ্রামের পাশের বাড়ির ছেলের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করত মেয়ে ৷ তার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ তবে বিষয়টা প্রথমে জানতে পারিনি ৷ শুক্রবার বিকেল থেকে ফোনে ছেলেটির সঙ্গে বারবার ঝগড়া করছিল ৷ তারপর কী হয়েছে জানি না ৷ সেদিন থেকেই বারবার আত্মহত্যার করার চেষ্টা করছিল ৷ এরপর আচমকাই চোখের আড়াল হতে আজ সকালে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ৷"

মৃতের পরিবারের অভিযোগ, যে ছেলেটির সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, সেই আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। সেই ছেলেটির শাস্তির দাবি করেছে পরিবার ৷ ইতিমধ্যেই মেয়েটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, পড়াশোনায় ভালো ছিল মেয়েটি ৷ সবার সঙ্গে কুব ভালো ব্যবহার ছিল তার ৷ একটি মেয়ের জীবন এইভাবে শেষ হওয়ায় স্তম্ভিত তারাও ৷ ছেলেটি যদি সত্যিই দোষ করে থাকে, তার বিচার করতে হবে বলে দাবি গ্রামবাসীদের ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়

(যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.