কেন্দ্রের বঞ্চনা, বকেয়া আদায়ের দাবিতে ধরনায় মুখ্যমন্ত্রী মমতা

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:45 PM IST

thumbnail

শুক্রবার দুপুরে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগেই অভিযোগ জানিয়েছিলেন, একশো দিনের কাজ, আবাস যোজনার বকেয়া-সহ একাধিক প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ এরপর এক সপ্তাহের সময়সীমাও বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 1 ফেব্রুয়ারি বকেয়া টাকা না দিলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু বিজেপি সরকারের কাছ থেকে কোনও উত্তর আসেনি ৷ সেই অনুযায়ী আজ দুপুর 1টা থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত বছরে অক্টোবরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধরনা, বিক্ষোভ দেখায় তৃণমূলের সাংসদের একটি দল ৷ সম্প্রতি জেলা সফরে মুখ্যমন্ত্রী ধরনা অবস্থানের হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.